পিএইচপি ৫ টিউটোরিয়াল (PHP 5 Tutorial in Bangla)

নাম-শরিফুল ইসলাম
Job category-Php Coder

সাধারনত পিএইচপি একটি server site scripting language. Php ব্যবহার করে ওয়েব পেজ কে অতি আধুনিক এবং ডাইনামিক করে তলা যায়।

কোন লেখা কে আমরা পিএইচপি এর মাধ্যমে দেখাতে চাইলে echo বা print”” ব্যবহার করতে পারি। যেমন-


<!DOCTYPE html>
<html>
<body>

<?php
echo "My first PHP script!";
?>

</body>
</html>

নোটপ্যাড ওপেন করে এই example টুকু টাইপ করে ফাইল টি সেভ করুন .php extension দিয়ে। তা না হলে এটি পিএইচপি ফাইল হিসেবে চলবে না। আরও একটি বিষয় পিএইচপি ফাইল রান করার জন্য নির্দিষ্ট ভাবে একটি সারভার লাগবে তা না হলে কখনই এই পিএইচপি চলবে না। এইজন্য আপনি xampp server ইন্সটল করে নিতে পারেন। xampp ইন্সটল করার পর c > XAMPP >htdocs এর ভিতরে একটি ফোল্ডার ওপেন করুন আপনি যেকোনো নাম দিতে পারেন। মনে করুন আপনি নাম দিলেন test এবং আপনার ফাইল টি এই test ফোল্ডার এর ভিতর রাখুন। পিএইচপি এর ফাইল এর নাম যেকোনো রাখতে পারেন। ব্রাউজার ওপেন করে এড্রেস বারে লিখুন localhost/test/[পিএইচপি ফাইল এর নাম.php].go বাটন এ ক্লিক করলে দেখুন আপনি পিএইচপি তে লেখা ব্রাউজার এ দেখতে পারবেন।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%ab-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-php-5-tutorial/