পিএইচপি ৫ কন্সট্যান্ট (PHP 5 Constants)

আক্তারুজ্জামান
Department of CSE,University of Chittagong

 

কনস্টান্ট হচ্ছে এমন একটি identifier যেইটা ভেরিয়েবলের মতই কাজ করে তবে ডিফারেন্স হচ্ছে ভেরিয়েবলের মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হয় কিন্তু কনস্টান্ট একবার ডিফাইন করা হলে পুরো স্ক্রিপ্টে আর পরিবর্তন হয় না।

একটি ভ্যালিড কনস্টান্টের নাম আরম্ভ করতে হয় লেটার অথবা আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে। এক্ষেত্রে মনে রাখা জরুরি যে কনস্টান্টের নামের আগে কোন $ সাইন ব্যাবহার করা হয় না। প্রচলিত নিয়ম অনুযায়ী কনস্টান্ট লিখতে হয় আপারকেস লেটার দিয়ে।
একটি কনস্টান্ট বানানোর জন্য পিএইচপির define() ফাংশন ব্যাবহার করা হয়। নিচে উদাহরণ দিয়ে বিষয়টি বোজানো হয়েছে।

define() ফাংশনটি দেখতে নিচের মত


define(name, value, case-insensitivity)


প্যারামিটারগুলুর বর্ণনা নিচে দেওয়া হল

  • name: এইটি কনস্টান্টের নামে নির্দেশ করে।
  • value: এইটি কনস্টান্টের মান নির্দেশ করে।

case-insensitivity

এইটি নির্দেশ করে কনস্টান্টের মান কেস সেনসিটিভ কিনা। এইটা ডিফল্ট হিসেবে false থাকে।
উদাহরণ


< ?php
 define("GREETING", "Welcome to PHP!");
 echo GREETING;
 ?>

এই কোডটি GREETING নামের একটি কন্সটান্ট তৈরি করে যার মান হচ্ছে “Welcome to PHP!”।
কনস্টান্ট অটোমেটিক্যালি গ্লূবাল অর্থাৎ এইটি পুরো স্ক্রিপ্টে ব্যাবহার করা যেতে পারে। নিচে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানো হয়েছে।


 < ?php
 define("GREETING", "Welcome to PHP!");
function showGreeting() {
 echo GREETING;
 }
showGreeting();
 ?>

উপরের উদাহরণে GREETING কনস্টান্টটি showGreeting() ফাংশনের বাইরে সংজ্ঞায়িত করার পরেও, ফাংশনের ভিতরে এইটি ব্যবহার করা যাচ্ছে।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%ab-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-php-5-constants/