পি এইচ পি ৫ ইন্সটলেশন (PHP 5 Installation)

PHP 5 ইনস্টলেশন

প্রতাপ চন্দ্র

 

PHP শিখতে গেলে আপনার নিজের পিসিতে কিংবা ওয়েব সার্ভারে এই সফটওয়্যারটি প্রয়োজন। তাই ইনস্টলেশনটা আগে শিখতে হবে।

PHP ইনস্টল করতে আমরা যেসব ব্যবস্থা নিতে পারি:

  • PHP এবং MySQL সাপোর্ট করে এমন একটি ওয়েব হোস্টিং খুজে বের করা। কিংবা,
  • আপনার নিজের কম্পিউটারে ওয়েব সার্ভার ইনস্টল করা এবং তারপর PHP এবং MySQL ইনস্টল করা।

আপনার ওয়েব সার্ভারে যদি আগে থেকেই PHP সাপোর্ট বিদ্যমান থাকে, তবে নতুন করে কিছু করতে হবে না। পিএইচপি এক্সটেনশনযুক্ত একটি ফাইল (*.php) তৈরী করুন এবং তা সার্ভারে আপলোড করুন। তাহলে সার্ভার এই ফাইল আপনার কাজের জন্য প্রস্তুত করে দিবে। আপনার অতিরিক্ত কোনো টুলস ইনস্টল করার প্রয়োজন হবে না। পিএইচপি একটি ফ্রি সফটওয়্যার এবং বেশিরভাগ ওয়েব হোস্টিং এটি সাপোর্ট করে।

নিজের পিসিতে PHP ইনস্টল

যদি আপনার ওয়েব সার্ভার পিএইচপি সাপোর্ট না করে তবে পিএইচপি শিখতে গেলে আপনাকে অবশ্যই নিজের পিসিতে এটি ইনস্টল করে নিতে হবে।
ধারাবাহিকভাবে আপনাকে যা করতে হবে:

  • নিজের পিসিতে একটি ওয়েব সার্ভার ইনস্টল করুন,
  • PHP ইনস্টল করুন,
  • MySQL বা অন্য কোনো ডাটাবেজ ইনস্টল করুন।

পিএইচপি’র অফিসিয়াল ওয়েবসাইটে এটি ইনস্টল করার বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। সাইটের লিংক ব্রাউজ করতে ক্লিক করুন –
http://php.net/manual/en/install.php

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a-%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%ab-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-php-5-installation/