পিসিকে ব্যবহার করুন সাউন্ড সিস্টেম হিসেবে

জন্মদিন বা যে কোন ঘরোয়া পার্টিতে প্রায়ই সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয়। কিন্তু এধরনের ছোটখাটো অনুষ্ঠানে যেহেতু খুব বেশি সাউন্ডের প্রয়োজন হয় না তাই সাউন্ড সিস্টেমের কাজটি পিসির স্পিকারেই সেরে ফেলা যায়। এজন্য আপনার পিসির অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ হতে হবে (অন্যটাতেও হতে পারে) এবং ভালো মানের স্পিকারের সাথে চাই একটি মাইক্রোফোন। প্রথমে মাইক্রোফোনটি পিসিতে লাগিয়ে নিন। Windows can now play sound from this device নোটিফিকেশন আসবে। এরপর ভলিউম আইকনে রাইট ক্লিক করে Recording devices ক্লিক করুন। একটি লিস্টে আপনার মাইক্রোফোনের নাম দেখানো হবে।

2014-05-29_135821

এই মাইক্রোফোনের নামের উপর রাইট ক্লিক করে Properties>Listen ক্লিক করুন। Listen to this device চেক বক্সে টিক দিয়ে Apply>OK ক্লিক করুন।

2014-05-29_135838

এবারে মাইক্রোফোনটি হাতে নিয়ে গলা ছেড়ে গান গাইতে থাকুন। আপনার গান স্পিকারে শোনা যাবে। এটি বন্ধ করতে Listen to this device চেক বক্সের টিক চিহ্ন উঠিয়ে দিয়ে আবার Apply>OK ক্লিক করুন। উল্লেখ্য হেড ফোনের সাথে যুক্ত থাকা মাইক্রোফোনে সাউন্ড কোয়ালিটি ভালো আসে না। এজন্য সেপারেট মাইক্রোফোন কিনে নেয়াই ভালো।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8/