পিএইচপি (PHP), মাইএসকিউএল (MySQL), জাভা (Java)

পিএইচপি এর পুরো মানে হল হাইপারটেক্সট প্রিপ্রসেসর। ওপেন সোর্স সফটওয়্যার হওয়ায় এটি বিনামূল্য ডাউনলোড ও ব্যবহার করা যায়। পিএইচপি তে কাজ করার জন্য এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে ধারনা থাকা দরকার।
মাইএসকিউএল হল একটি ডাটাবেজ সার্ভার। এটি সকল এসকিউএল সমর্থন করে। পিএইচপি এর মত এটিও বিনামূল্য ডাউনলোড ও ব্যবহার করা যায়।
ডটনেট একটি মাইক্রোসফট এর ওয়েব সার্ভিস কৌশল, যেটা ইনফর্মেশন, লোকজন,সিস্টেম এবং বিভিন্ন প্রকার যন্ত্রের মধ্যে সংযোগ করে সফটওয়্যার এর মাধ্যমে । এটা বিভিন্ন ধরনের কন্ট্রোল বা ফর্ম প্রদান করে, ফলে অত্যন্ত দ্রুত ও সহজে অ্যাপ্লিকেশান তৈয়ারি করা যায়।
জাভা দ্রুত, নিরাপদ, এবং নির্ভরযোগ্য প্রোগ্রামিং ভাষা । এটা কোন প্লাটফর্ম এর উপর নির্ভর নয়। তাই জাভাতে তৈয়ারি যেকোনো অ্যাপ্লিকেশানকে যেকোনো প্লাটফর্ম চালানো যায়।

http://en.wikipedia.org/wiki/Php
http://en.wikipedia.org/wiki/MySQL
http://www.computerhope.com/jargon/n/dotnet.htm
http://en.wikipedia.org/wiki/Java

mobinmama0003@gmail.com

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%aa%e0%a6%bf-php-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%8f%e0%a6%b2-mysql-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ad/