পিএইচপি ৫ ভেরিয়েবল (PHP 5 Variables)

আক্তারুজ্জামান

Department of CSE,University of Chittagong.

 

ভেরিয়েবল হচ্ছে একটি স্টোরেজ এরিয়া । এইটিকে কমপিউটারের ডাটা জমা রাখার একটি অস্থায়ী বক্সের মত কল্পনা করা যায়। পিএইচপি তে ভেরিয়েবলকে ডলার চিহ্ন এবং এর পরে ভেরিয়েবলের নাম দ্বারা প্রদর্শন করা হয়। নিচে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোজানো হয়েছে।


< ?php
 $text = "Hello World!";
 $num1 = 5;
 $num2 = 10.5;
 ?>

উপরের স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পর ভেরিয়েবল $text এ থাকবে “Hello world!”, ভেরিয়েবল $num1 এ থাকবে 5 এবং ভেরিয়েবল $num2 এ থাকবে 10.5.

ভেরিয়েবল লেখার সময় আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে, যেমনঃ

 ভেরিয়েবল সবসময় ডলার চিহ্ন দ্বারা আরম্ভ হবে এবং এর পরে ভেরিয়েবলের নাম লিখতে হবে।

 ভেরিয়েবলের নাম অবশ্যই লেটার অথবা আণ্ডারস্কোর ক্যারেকটার দ্বারা আরম্ভ করতে হবে। কখনো নাম্বার দিয়ে আরম্ভ করা যাবে না।

 আলফা-নিউমেরিক এবং আণ্ডারস্কোর ক্যারেকটার (A-z,0-9,-) ছারা অন্য কিছু ভেরিয়েবলে ব্যাবহার করা যাবে না।

 পিএইচপি তে ভেরিয়েবল কেস সেনসিটিভ । অর্থাৎ $name এবং $NAME দুইটা ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে।

ভেরিয়েবলের ডাটা আঊটপূটে দেখানোর জন্য পিএইচপি এর echo স্টেটমেন্টটা ব্যাবহার করতে হবে। নিচে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোজানো হয়েছে।


< ?php
 $myName = "john";
 $myAge = 40;
 echo "Hello, there. My name is $myName and I am $myAge years old"
 ?>

 

 

এই কোডটার আঊটপূট হবে নিচের মত


Hello, there. My name is john and I am 40 years old.


 

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%ab-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b2-php-5-variables-2/