পিএইচপি – সিম্পল-এক্সএমএল পার্সার (PHP SimpleXML Parser in Bangla)

সিম্পল-এক্সএমএল (SimpleXML) হলো একটি পিএইচপি এক্সটেনশান যা আমাদেরকে সহজে এক্সএমএল ডাটা ম্যান্যুপিউলেট করতে এবং পেতে (get) সাহাজ্য করে।

সিম্পল-এক্সএমএল পার্সার

সিম্পল-এক্সএমএল একটি ট্রি-বেজড বা ট্রি নির্ভর পার্সার। যদি আপনি এক্সএমএল ডকুমেন্ট'টির স্ট্রাকচার বা লেআউট সম্পর্কে জেনে থাকেন তাহলে সিম্পল-এক্সএমএল একটি এলিমেন্টের নাম, এট্রিবিট এবং টেকচুয়াল ( টেক্সট) কন্টেন্টকে সহজেই পেতে সাহাজ্য করে।

সিম্পল-এক্সএমএল একটি এক্সএমএল ডকুমেন্টকে ডাটা স্ট্রাকচারে রূপান্তরিত করে যাকে নিয়ে আপনি এক গুচ্ছ এরে ( arrays ) বা অবজেক্টের মতো বারবার কাজ করতে পারেন। DOM অথবা এক্সপ্যাট পার্সারের তুলনায় সিম্পল-এক্সএমএল একটি এলিমেন্ট থেকে টেক্সট ডাটা পড়তে অল্প কিছু কোড লাইন নিয়ে কাজ করে।

ইন্সটলেশান

পিএইচপি-ফাইভ এ সিম্পল-এক্সএমএল ফাংশনগুলো পিএইচপি কোরেরই অংশ। এই ফাংশনগুলো ব্যবহার করতে কোন প্রকার ইন্টলেশনের দরকার পড়েনা।

পিএইচপি সিম্পল-এক্সএমএল - স্ট্রিং থেকে পড়া

পিএইচপি simplexml_load_string() ফাংশনটি একটি স্ট্রিং থেকে এক্সএমএল ডাটা পড়তে ব্যবহৃত হয়। মনে করি, নিচেরটির মতো আমাদের একটি এক্সএমএল ভ্যারিয়েবল রয়েছে যা এক্সএমএল ডাটা ধারণ করেঃ


$myXMLData =
"<?xml version='1.0' encoding='UTF-8'?>
<note>
<to>Tove</to>
<from>Jani</from>
<heading>Reminder</heading>
<body>Don't forget me this weekend!</body>
</note>";

 

নিচের উদাহরণটি আমাদের দেখায়, কিভাবে simplexml_load_string() ফাংশনটিকে ব্যবহার করে একটি স্ট্রিং থেকে এক্সএমএল ডাটা পড়তে হয়ঃ


<?php
$myXMLData =
"<?xml version='1.0' encoding='UTF-8'?>
<note>
<to>Tove</to>
<from>Jani</from>
<heading>Reminder</heading>
<body>Don't forget me this weekend!</body>
</note>";

$xml=simplexml_load_string($myXMLData) or die("Error: Cannot create object");
print_r($xml);
?>

 

উপরের কোডটির আউটপুট হবেঃ


SimpleXMLElement Object ( [to] => Tove [from] => Jani [heading] => Reminder [body] => Don't forget me this weekend! )


 

এরর হ্যান্ডল করার টিপসঃ ডকুমেন্ট লোড করার সময় libxml ফাংশানালিটিকে সবগুলো এক্সএমএল এরর ত্রুটিকে ফিরে পেতে ব্যবহার করুন এবং তারপর এররগুলো সারানোর উপর কাজ করুনঃ


<?php
libxml_use_internal_errors(true);
$myXMLData =
"<?xml version='1.0' encoding='UTF-8'?>
<document>
<user>John Doe</wronguser>
<email>john@example.com</wrongemail>
</document>";

$xml = simplexml_load_string($myXMLData);
if ($xml === false) {
    echo "Failed loading XML: ";
    foreach(libxml_get_errors() as $error) {
        echo "<br>", $error->message;
    }
} else {
    print_r($xml);
}
?>

 

উপরের কোডটির আউটপুট হবেঃ


Failed loading XML:
Opening and ending tag mismatch: user line 3 and wronguser
Opening and ending tag mismatch: email line 4 and wrongemail


 

পিএইচপি সিম্পল-এক্সএমএল - ফাইল থেকে পড়া

পিএইচপি simplexml_load_file() ফাংশনটি একটি ফাইল থেকে এক্সএমএল ডাটা পড়তে ব্যবহৃত হয়। মনে করি আমাদের "note.xml" নামের একটি ফাইল রয়েছে যা নিচের মতো দেখায়ঃ


<?xml version="1.0" encoding="UTF-8"?>
<note>
  <to>Tove</to>
  <from>Jani</from>
  <heading>Reminder</heading>
  <body>Don't forget me this weekend!</body>
</note>

 

নিচের উদাহরণটি আমাদেরকে দেখায়, কিভাবে simplexml_load_file() ফাংশনটি ব্যবহার করে ফাইল থেকে এক্সএমএল ডাটা পড়তে হয়ঃ


<?php
$xml=simplexml_load_file("note.xml") or die("Error: Cannot create object");
print_r($xml);
?>

 

উপরের কোডটির আউটপুট হবেঃ


SimpleXMLElement Object ( [to] => Tove [from] => Jani [heading] => Reminder [body] => Don't forget me this weekend! )


 

টিপসঃ পরবর্তী অধ্যায়ে একটি এক্সএমএল ফাইল থেকে কিভাবে নোড ভ্যালুগুলো পেতে হয় তা দেখানো হবে।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%b2/