পিএইচপি : একটি মাইএসকিউএল ডাটাবেজ তৈরি করা (PHP Create a MySQL Database)

Sheikh Mahfuzur Rahman

 

একটি ডাটাবেজ এক বা তারও বেশি টেবল নিয়ে গঠিত। কোন MySQL ডাটাবেজ তৈরি বা মুঁছে দিতে চাইলে আপনার বিশেষ ধরণের আইনগত অধিকার লাগবে যা CREATE নামে পরিচিত।

MySQLi এবং PDO ব্যবহার করে একটি মাইএসকিউএল ডাটাবেজ তৈরি করা

CREATE DATABASE স্টেটমেন্ট মাইএসকিউএল-এ একটি ডাটাবেজ তৈরি করতে ব্যবহৃত হয়। নিচের উদাহরণটি "myDB" নামের একটি ডাটাবেজ তৈরি করেঃ

ঊদাহরণ (MySQLi অবজেক্ট-অরিয়েন্টেড)


<?php
 $servername = "localhost";
 $username = "username";
 $password = "password";
 
 // Create connection
 $conn = new mysqli($servername, $username, $password);
 // Check connection
 if ($conn->connect_error) {
     die("Connection failed: " . $conn->connect_error);
 } 
 
 // Create database
 $sql = "CREATE DATABASE myDB";
 if ($conn->query($sql) === TRUE) {
     echo "Database created successfully";
 } else {
     echo "Error creating database: " . $conn->error;
 }
 
 $conn->close();
 ?>

লক্ষ্যণীয়ঃ যখন আপনি নতুন ডাটাবেজ তৈরি করেন, আপনাকে অবশ্যই MySQLi এর কাছে শুধুমাত্র প্রথম তিনটি আর্গুমেন্ট নির্দিষ্ট করে দিতে হবে (servername, username and password)।

 

টিপঃ আপনাকে যদি নির্দিষ্ট কোন পোর্ট ব্যবহার করতে হয় তাহলে ডাটাবেজ-নেম আর্গুমেন্টের জন্য একটি খালি স্ট্রিং যোগ করুন, ঠিক এই mysqli("localhost", "username", "password", "", port) এর মতো।

উদাহরণ (MySQLi Procedural)


<?php
 $servername = "localhost";
 $username = "username";
 $password = "password";
 
 // Create connection
 $conn = mysqli_connect($servername, $username, $password);
 // Check connection
 if (!$conn) {
     die("Connection failed: " . mysqli_connect_error());
 }
 
 // Create database
 $sql = "CREATE DATABASE myDB";
 if (mysqli_query($conn, $sql)) {
     echo "Database created successfully";
 } else {
     echo "Error creating database: " . mysqli_error($conn);
 }
 
 mysqli_close($conn);
 ?>

 

লক্ষ্য করুনঃ নিচের PDO উদাহরণটি "myDBPDO" নামের একটি ডাটাবেজ তৈরি করেঃ

উদাহরণ (PDO)


<?php
 $servername = "localhost";
 $username = "username";
 $password = "password";
 
 try {
     $conn = new PDO("mysql:host=$servername;dbname=myDB", $username, $password);
     // set the PDO error mode to exception
     $conn->setAttribute(PDO::ATTR_ERRMODE, PDO::ERRMODE_EXCEPTION);
     $sql = "CREATE DATABASE myDBPDO";
     // use exec() because no results are returned
     $conn->exec($sql);
     echo "Database created successfully<br>";
     }
 catch(PDOException $e)
     {
     echo $sql . "<br>" . $e->getMessage();
     }
 
 $conn = null;
 ?>

 

টিপসঃ PDO এর একটি ব্যাপক সুবিধা হলো যেকোন সমস্যা মোকাবেলা করার জন্য, যা আমাদের ডাটাবেজ কোয়ারিগুলোতে ঘটতে পারে,  তার এটির এক্সেপশন ক্লাস রয়েছে। যদি try{ } ব্লকের ভিতর একটি এক্সেপশন ক্লাস ছুড়ে দেয়া হয় তাহলে স্ক্রিপ্টটি একজিকিউট করা বন্ধ করে দেয় এবং প্রথম catch(){ } ব্লকের ভিতর প্রবাহিত হয়। উপরের ক্যাচ ব্লকের ভিতর আমরা এসকিউএল স্টেটমেন্টটি এবং তৈরিকৃত এরর মেসেজের পাই।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%8f%e0%a6%b2/