নোড.জেএস । Node.js – আরইএসটি সম্পন্ন এপিআই

নোড . জে এস । Node.js - আরইএসটি সম্পন্ন এপিআই
রিদওয়ান বিন শামীম

আরইএসটি আর্কিটেকচার কীঃ আরইএসটির মানে হল, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এটি ওয়েব স্ট্যান্ডার্ডভিত্তিক আর্কিটেকচার এবং এইচটিটিপি প্রটোকল ব্যবহার করে। Roy Fielding এটিকে ২০০০ সালে প্রবর্তন করেন।

আরইএসটি সার্ভার রিসোর্সে এক্সেস নিশ্চিত করে, ক্লায়েন্ট এইচটিটিপি প্রটোকল ব্যবহার করে এর পরিবর্তন ও পরিবর্ধন করে থাকেন। আরইএসটি টেক্সট, জেএসওএন ও এক্সএমএলভিত্তিক রিপ্রেজেন্টেশন ব্যবহার করে রিসোর্স রিপ্রেজেন্ট করতে। এদের মধ্যে জেএসওএন সবচেয়ে জনপ্রিয়।

আরইএসটি ভিত্তিক আর্কিটেকচারে চারটি এইচটিটিপি মেথড ব্যবহার করা হয়,
• গেট
• পুট
• ডিলিট
• পোস্ট

আরইএসটি সম্পন্ন ওয়েব সার্ভারঃ এপ্লিকেশন ও সিস্টেমের প্রটোকল ও স্ট্যান্ডার্ডের সমন্বয়ে ওয়েব সার্ভার গঠিত হয়।

লাইব্রেরীর জন্য আরইএসটি তৈরি করাঃ জেএসওএন ডাটাবেসে users.json নামক ফাইলের ক্ষেত্রে

{
"user1" : {
"name" : "mahesh",
"password" : "password1",
"profession" : "teacher",
"id": 1
},
"user2" : {
"name" : "suresh",
"password" : "password2",
"profession" : "librarian",
"id": 2
},
"user3" : {
"name" : "ramesh",
"password" : "password3",
"profession" : "clerk",
"id": 3
}
}

এসবের ভিত্তিতে যে আরইএসটি এপিআই পাই তাদের তালিকা,

S. N. URI HTTP Method POST body Result
1 listUsers GET empty সব ইউজারের তালিকা দেখায়
2 addUser POST JSON String নতুন ইউজারে বিবরণ সংযুক্তি
3 deleteUser DELETE JSON String বিদ্যমান ইউজার ডিলিট করা
4 :id GET empty ইউজারের বিবরণ প্রদর্শন

লিস্ট ইউজারঃ আমাদের প্রথম আরইএসটি এপিআই listUsers এপিআই server.js ফাইলে নিচের কোড ব্যবহার করে পাই,

var express = require('express');
var app = express();
var fs = require("fs");

app.get('/listUsers', function (req, res) {
fs.readFile( __dirname + "/" + "users.json", 'utf8', function (err, data) {
console.log( data );
res.end( data );
});
})

var server = app.listen(8081, function () {

var host = server.address().address
var port = server.address().port

console.log("Example app listening at http://%s:%s", host, port)

})

লোকাল মেশিনে নির্দিষ্ট http://127.0.0.1:8081/listUsers এপিআইতে ব্যবহার করে আমরা পাই,

{
"user1" : {
"name" : "mahesh",
"password" : "password1",
"profession" : "teacher",
"id": 1
},
"user2" : {
"name" : "suresh",
"password" : "password2",
"profession" : "librarian",
"id": 2
},
"user3" : {
"name" : "ramesh",
"password" : "password3",
"profession" : "clerk",
"id": 3
}
}

ইউজার সংযুক্ত করাঃ নিচের এপিআই দ্বারা নতুন ইউজার সংযুক্ত করা হয়,

user = {
"user4" : {
"name" : "mohit",
"password" : "password4",
"profession" : "teacher",
"id": 4
}
}

addUser এপিআই দ্বারা ডাটাবেসে নতুন ইউজার সংযুক্ত করা হয়,

var express = require('express');
var app = express();
var fs = require("fs");

var user = {
"user4" : {
"name" : "mohit",
"password" : "password4",
"profession" : "teacher",
"id": 4
}
}

app.get('/addUser', function (req, res) {
// First read existing users.
fs.readFile( __dirname + "/" + "users.json", 'utf8', function (err, data) {
data = JSON.parse( data );
data["user4"] = user["user4"];
console.log( data );
res.end( JSON.stringify(data));
});
})

var server = app.listen(8081, function () {

var host = server.address().address
var port = server.address().port
console.log("Example app listening at http://%s:%s", host, port)

})

লোকাল মেশিনে এপিআইতে http://127.0.0.1:8081/addUsers ব্যবহার করে যে ফলাফল আমরা পাব তা হল,

{ user1:
{ name: 'mahesh',
password: 'password1',
profession: 'teacher',
id: 1 },
user2:
{ name: 'suresh',
password: 'password2',
profession: 'librarian',
id: 2 },
user3:
{ name: 'ramesh',
password: 'password3',
profession: 'clerk',
id: 3 },
user4:
{ name: 'mohit',
password: 'password4',
profession: 'teacher',
id: 4 }
}

শো ডিটেইলঃএর জন্য যে এপিআই ব্যবহার করতে হবে তা হল,

var express = require('express');
var app = express();
var fs = require("fs");

app.get('/:id', function (req, res) {
// First read existing users.
fs.readFile( __dirname + "/" + "users.json", 'utf8', function (err, data) {
data = JSON.parse( data );
var user = users["user" + req.params.id]
console.log( user );
res.end( JSON.stringify(user));
});
})

var server = app.listen(8081, function () {

var host = server.address().address
var port = server.address().port
console.log("Example app listening at http://%s:%s", host, port)

})

উপরের সার্ভিসকে http://127.0.0.1:8081/2 ব্যবহার করে লোকাল মেশিনে কল দেয়াতে হয়।

{
"name":"suresh",
"password":"password2",
"profession":"librarian",
"id":2
}

ইউজার ডিলিট করার জন্যঃ এক্ষেত্রে যে এপিআই ব্যবহৃত হয় তা হল,

var express = require('express');
var app = express();
var fs = require("fs");

var id = 2;

app.get('/deleteUser', function (req, res) {

// First read existing users.
fs.readFile( __dirname + "/" + "users.json", 'utf8', function (err, data) {
data = JSON.parse( data );
delete data["user" + 2];

console.log( data );
res.end( JSON.stringify(data));
});
})

var server = app.listen(8081, function () {

var host = server.address().address
var port = server.address().port
console.log("Example app listening at http://%s:%s", host, port)

})

উপরের সার্ভিসকে http://127.0.0.1:8081/deleteUser ব্যবহার করে লোকাল মেশিনে কল দিলে যে ফলাফল আসবে,

{ user1:
{ name: 'mahesh',
password: 'password1',
profession: 'teacher',
id: 1 },
user3:
{ name: 'ramesh',
password: 'password3',
profession: 'clerk',
id: 3 }
}

তথ্যসূত্রঃ http://www.tutorialspoint.com/nodejs/nodejs_restful_api.htm

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a1-%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a5%a4-node-js-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a8/

Leave a Reply