নবজাতকের যত্ন

নবজাতকের যত্ন

একটি শিশু জন্মের পূর্বে কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হয় , যেমন- ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ,শিশুর পরিধানের জন্য কিছু জামা-কাপড় তৈরি করে রাখা , প্রয়োজনীয় কিছু ন্যাপকিন রাখা ইত্যাদি। শিশুর জন্মের প্রথম ঘন্টার মধ্যে তাকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। শিশুকে খুব বেশি নড়া-চড়া করানো যাবে না। শিশুর কাছে যেতে হলে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে যেতে হবে কারন এসময় শিশুর রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকে। শিশু এসময় ঘন ঘন প্রস্রাব করে তাই এক ঘন্টা পর পর ন্যাপকিন পাল্টে দিতে হবে। নবজাতক শিশু এসময় প্রায় দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায় তাই তার আশে-পাশে যাতে এমন শব্দ না করা হয় যাতে তার ঘুম ভেঙ্গে যায়। শিশুকে কখন একা রেখে যাওয়া যাবে না। শিশুর গোসলের ব্যাপারেও সচেতন থাকতে হবে, এসময় শিশুর নাভিতে পানি বা সাবান লাগানো যাবে না। শিশুর নাভি শুকাতে এক থেকে চার সপ্তাহ লাগতে পারে। শিশুর নাভিতে কোন ক্রমেই আঘাত পেতে দেয়া যাবে না, যদি শিশুর নাভি দিয়ে কোন কারনে রক্ত বের হয় তবে ডাক্তারের কাছে নিতে হবে। শিশুর ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এমন কি পানিও খাওয়ানো যাবে না। এসময় শিশুর মায়েরও বিশেষ যত্ন নিতে হয়, তাকে পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a8/