ধারাবাহিক: BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – 4 (প্রারম্ভিকা – 4) । BCS Written Exam Guide – 4 (Introduction – 4)

এরপর বলব, বই পাঠ অভ্যাস নিয়ে । আমি সারাজীবন আমার ছাত্র ছাত্রীদেরকে বলেছি নানারকম বই পত্র পাঠ করতে, যারা কেবল তিন গোয়েন্দা নিয়ে থাকতে এদের বলেছি হুমায়ূন, সমরেশ, সুনীল পড়ে উপন্যাসের স্বাদ নিতে । যারা হুমায়ূনের পোকা তাদের বলেছি একটু বাইরের লেখক নিদেন পক্ষে কলকাতার বাংলা লেখক দের লেখনীতে চোখ দিতে । মুক্তিযুদ্ধ কিংবা বিগত শতকের রাজনৈতিক পরিবর্তন বা বড় বড় ঘটনার উপরে লিখা বই না হোক, কোন সঠিক তথ্য ও প্রমান সমৃদ্ধ লিখা পঠন অনেক জরুরি । সবথেকে বড় যে জিনিস আপনি যাকে গল্পের বই বলে তাচ্ছিল্য করছেন তা আপনাকে অনেক কিছু ওয়াইডলি চিন্তা করার সুযোগ তৈরি করে দেবে, আপনাকে কিছু সাধারণ জ্ঞান এনে দেবে এবং আপনি নিজে অনুভব করবেন আপনি মুক্ত হস্তে কিছু লিখার ক্ষমতাও অন্যদের থেকে বেশি রাখেন – সুতরাং বিশ্বিবিদ্যালয়ের জীবনের অলস সময় টা কেবল সিরিয়াল/ মুভি দেখে, পোকার খেলে, ফেসবুকে ছবি আপলোডিয়ে কাটাবেন না, কিছু সময় রেগুলার বইপত্র পাঠ করুন । আর বিসিএস এ সাম্প্রতিক সময়ে বিভিন্ন বইপত্রের সম্মন্ধে লিখাও প্রশ্ন হিসেবে আসছে বা আসবে, সুতরাং হেলা ফেলা করবেন না যেন এদিক টা ...

 

আজ আরেকটা শেষ জিনিস বলে এই পর্ব শেষ করি, আপনার ভূগোল জ্ঞান অনেক গুরুত্বপূর্ণ । আপনাকে আমি ক্রিসচিয়ানো রোনালদোর নাম বললে যদি কেবল রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেড আর ইরিনা শায়েকের কথা মাথায় আসে তাহলে হবে না ভাই ... আপনাকে পর্তুগাল নাম টা, এটা কোথায় অবস্থিত, ইউরোপে এটি কি ইউরো জোনের মাঝে আছে কিনা এগুলো জানাটাও আপনাকে এগিয়ে রাখবে । দেশ-রাজধানী-মূদ্রা এগুলোর নাম মুখস্ত রাখা ওল্ড সিস্টেমে খুব দরকারি ছিল, কষ্ট করে এসবের পেছনে খুব বেশি সময় দিয়ে মাথার চুল ছিড়বেন না প্লিজ । আপনাকে তাঞ্জানিয়ার নাম বললে আপনাকে বুঝতে হবে এটি কোন মহাদেশে, সুদানের কথা বললে সেখানের রাজনৈতিক কোন পরিস্থিতি কী সাম্প্রতিক সময়ে আলোচ্য কিনা জানা উচিত (আমাকে ভাইভা তে এখান থেকে প্রশ্ন করেছিল)। শুধু বিশ্ব ভূগোল না, আপনাকে যদি বলা হয় কানসাট কোন জেলায় ? আপনি মাথা হাতড়ালে হবে না। চাপাই নবাবগঞ্জের আম না হলে তো কেনেন না ... তাই দেশের কোন জেলার কোন স্থান কী কারণে বিখ্যাত এগুলোও  জানা উচিত ? ছোট্ট একটা বুদ্ধি দেই, আজ ই আপনার রুমের দেয়ালে একটা বাংলাদেশের আর একটা বিশ্ব মানচিত্র এনে সেটে দিন । প্রিয়াংকা চোপড়া/ টম হ্যাংক্স কিংবা হ্যারি পর্টার আর এমা ওয়াটসন কে তো দেখলেন অনেক দিন ই ... মাঝে মধ্যে মানচিত্র দেখে ধারণা নিতে ট্রাই করেন প্লিজ । ফলাফল বৃথা যাবে না, এই আমি গ্যারান্টি দিচ্ছি ।

বাংলাদেশ থেকে নৌপথে স্পেনে যাবার রুট টা কী ? এই প্রশ্ন কিন্তু ভাইভা বোর্ডে এসছে ... এখন আপনি কী সদরঘাট থেকে রওনা করবেন নাকি মংলা থেকে আপনি জেনে নিবেন । আর হ্যা, স্পেন কোন দিকে ? কোন মহাদেশে ? ওদের কোন বন্দরে আপনি নোঙ্গর করবেন ... ঘাটতে ঘাটতে শিখে নেবেন, কেমন ?

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%95-bcs-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7-4/

Leave a Reply