ধারাবাহিক: BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – 3 (প্রারম্ভিকা – 3) । BCS Written Exam Guide – 3 (Introduction – 3)

এরপর আসি ইংরেজির জ্ঞান নিয়ে, আমাদের অনার্স লাইফে ইংলিশে শিক্ষাক্রম চলে অধিকাংশ ক্ষেত্রেই, তবু আমাদের ব্যাসিক দুর্বল যাদের তাদের টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস ন্যারেশন এগুলো নিয়ে কাজ করা উচিত। বিশেষত প্রিপজিশনের ব্যবহার, ভয়েস-ন্যারেশন এগুলো ঝালিয়ে নেয়া দরকার । সেন্টেন্সে ভুল শুদ্ধ বের করা, এপ্রোপ্রিয়েট ওয়ার্ড বের করা, আর্টিকেলের ভুল বের করা, সেন্টেন্স ট্রান্সফর্ম করা, ইডিওমস এন্ড ফ্রেজ এগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে ...

লিস্ট বেশি বড় হয়ে যাচ্ছে ? মোটেই না, আপনি যদি সপ্তাহে একদিন একটু ইংলিশ দৈনিক/ ম্যাগাজিন নাড়েন চাড়েন কিংবা নিদেন পক্ষে যে নিউজ গুলো আপনি জানেন অনলাইন পত্রিকায় তাদের ইংলিশ ভার্সন টাই মাঝে মধ্যে পড়েন দেখবেন আপনি ইংলিশে একেবারে কাচা হবেন না। যতটুকু দরকার অবচেতন ভাবে হলেও সেটা আপনার মাথায় গেথে থাকবে, সবথেকে উপকার হবে আপনার ভোকাবুলারি বাড়বে  এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%95-bcs-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7-3/

Leave a Reply