ধারাবাহিক BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – ১৩ (বইপত্র ) । BCS Written Exam Guide – 13 (General Knowledge: Books)

বইপত্রঃ

এই টপিকের জন্য সবথেকে বড় উৎস হলঃ সংবাদ পত্র । তবে আপনি তো সেখানেই সব পাবেন না বা তার সব মনে রাখতে পারবেন না, বাজারে পাওয়া যেকোন প্রকাশনীর একটা বই কিনে পড়তে শুরু করুন । অনেক কিছুই আছে, বাজারে ডাইজেস্ট আকারে পাবেন আবার সিঙ্গেল কপি ও পাবেন ... যারা ক্যাডেট কলেজে পরীক্ষা দিয়েছেন বা মেডিকেল/ভার্সিটি ভর্তির জন্য পড়তেন তাদের কাছে অলরেডি সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বিশ্ব নামে বই থাকার কথা (একাধিক রাইটার ও একাধিক প্রকাশনীর)। এছাড়া MP3/ ওরাকল এগুলো দেখতে পারেন ...

এই বিষয়ের জন্য আপনার সবথেকে বড় সহায়ক হবে কারেন্ট এফেয়ার্স, এইটা খুব ভাল করে পড়ুন ...

আর হ্যা, ডেইলি প্রধান যে সংবাদ পত্র, যেগুলোতে আন্তর্জাতিক নিয়েই এক টা পাতা থাকে সেগুলো পড়বেন অবশ্যই ...

আর আমার আরেকটা সাজেশন যখন পড়বেন সাথে ডায়েরি বা প্যাড বা খাতা , নিদেন পক্ষে আপনার স্মার্ট ফোন টা রাখবেন, যে জিনিস টি আপনি মনে করবেন যে আসার ভাল চান্স আছে কিন্ত আপনি ভুলে যাবেন সেগুলো ডায়েরিতে বা মোবাইলে নোট করে রাখবেন, যদি ভাই লিখতে খুব ই কষ্ট লাগে (আমার মতন অলস) তারা মোবাইল ছবি তুলে রাখবেন, বাসে জ্যামে বসে বসে প্রেমিক/প্রেমিকার/ক্রাশের ছবির সাথে সাথে সেই ছবিগুলোও দেইখেন, মনে পড়বে:P

 

আমি বিসিএস এর জন্য সবাইকে সাজেস্ট করি  গতবাধা রুম আটকে দিনভর চেয়ার টেবিলে আটকে না পড়ে বুদ্ধি খাটিয়ে পড়ুন, এফেক্টিভ পড়াশোনা করুন । যাদের সুযোগ আছে তারা দু-চারজন মিলে গ্রুপ স্টাডি করে পড়ুন, পড়াটাকে নিজের মধ্যে না রেখে আলোচনা করে পড়ুন । অনেক কঠিন জিনিস আছে যেগুলো ছন্দ করে মিলিয়ে কিংবা এক বাক্যে মনে রাখার অনেক টেকনিক অনেকে এপ্লাই করে পড়ে, যদি আপনার স্টাডি সার্কেল করা সম্ভব বয় তবে এই কাজ গুলো আরও সুন্দর হবে । শুধু তাইই না, একজনে দায়িত্ব নিন সংবাদ পত্রের উল্লেখযোগ্য তথ্যগুলো সে ডেইলি নোট ডাউন করবে আবার আরেকজনে বই এর খুটি নাটি জরুরি বিষয়গুলো তাকে জানিয়ে দিন । আপনি যদি মএন করেন একা একা পড়ে সেই পানিপথের প্রথম যুদ্ধ থেকে শুরু করে আজকের এই মিনা ট্র্যাজেডি পর্যন্ত তাবত জিনিস পড়ে তামাতামা করে ফেলবেন, আপনার জন্য সেটা যেমন প্রায় অসাধ্য তেমনি সেটা গাধার খাটনি হবে ... এর চেয়ে আগের বছরের প্রশ্ন গুলো দেখুন , কমন পড়বে তা বলছি না অন্তত প্যাটার্ন টের পাবেন । আর এই পরীক্ষা (প্রিলি বিশেষ করে) সিজিপিএ বাড়াবার পরীক্ষা না, তবে আপনার যদি এই প্রিলি পড়তে গিয়ে সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) নিয়ে ভাল ধারণা মনে বদ্ধমূল হয় তবে আপনি তার ভাল ফল তুলবেন রিটেন ও ভাইভা তে ...

একটা কথা বলি, আজ ই শুরুতেই আপনার খাটে শুয়ে যে দেয়ালে চোখ পড়ে সেখানে একটা বাংলাদেশ আর বিশ্বের মানচিত্র সেটে নিন , নাহলে আপনার পড়ার টেবিলে। সত্যি বলছি আপনার ভৌগলিক জ্ঞান বাড়লে আপনার জন্য বিসিএস দেয়াটা অনেক সহজ হবে ।

একটা উদাহরণ দিয়ে শেষ করি, যারা ভাইভা দেবেন, তাদের কাছে প্রশ্ন করে অনেক সময় ই, সমূদ্র পথে বাংলাদেশ হতে ইংল্যান্ড/ স্পেইন যাবার পথ টা দেখাও কিংবা বলতে পারে বাংলাদেশের দুইটা জায়গা দেখাও যাদের নাম ফরিদপুর (একটা তো সবাইই জানেন? আরেকটা কোথায় ? খুঁজুন বাংলাদেশের ম্যাপেই ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%95-bcs-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7-13/

Leave a Reply