ধারাবাহিক BCS প্রস্ততি ও সাধারণ আলোচনা – ১১ (সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ ) । BCS Written Exam Guide – 11 (General Knowledge)

সাধারণ জ্ঞানঃ

বিসিএস এর কথা মাথায় আসলেই অনেকের মাথায় আসে এটা একটা সাধারণ জ্ঞান পরীক্ষা, দেশ-রাজধানী-মূদ্রা র নাম, প্রেসিডেন্টের শ্যালক-শ্যালিকার নাম ইত্যাদি ইত্যাদি ...

আমরা ক্যাটরিনার কোমরে মাপ, জোলির হাইট কিংবা ওয়ারেন বাফেটের টাকা পয়সার হিসাব জানলেও অনেক ব্যাসিক জিনিস জানি না । খুব সাদামাটা ভাবে বলতে গেলে আপনি চট করে চিন্তা করে আমাদের ৭ জন বীরশ্রেষ্ঠের নাম বলতে পারবেন ? কিংবা বাংলাদেশ কত সালে জাতিসংঘে সদস্য পদ লাভ করে ?

হ্যা, এই পরীক্ষায় (প্রিলি এবং ভাইভা উভয়েই) প্রচুর উদ্ভট সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে, যেসব দেখে সাধারণ শব্দ টা কেই মনে হবে অপমান করা হচ্ছে ...

 

যাহোক, আমি সাধারণ জ্ঞান বলতে আসলে কী বোঝাচ্ছি?

আমার সাধারণ জ্ঞানের মধ্যে অন্তর্ভূক্ত থাকবে দুইটি ধাপঃ

১) বাংলাদেশ বিষয়াবলি ২) আন্তর্জাতিক বিষয়াবলি ...

প্রথমেই দেশ নিয়ে শুরু করিঃ

বাংলাদেশ বিষিয়ে আপনি যদি কম জানেন তো আপনার বিসিএস এ একটা না একটা পর্যায়ে বাদ পড়ার সম্ভাবনা প্রবল, তাই নিজ দেশ সম্মন্ধে বিসিএস প্রিলি র জন্য কী কী জানবেন আসুন লিস্ট করিঃ

১) ভৌগলিক অবস্থানঃ অক্ষাংশ দ্রাঘিমাংশ, আশপাশে কোন রাষ্ট্রের কোন রাজ্য, কতটি জেলা/ বিভাগের সাথে সীমান্ত আছে, এর পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণে কী কী আছে, সামূদ্রিক জলসীমার আয়তন ইত্যাদি

২) দেশের অভ্যন্তরীন ভৌগলিক অবস্থান, ভূপ্রকৃতি , নদ নদীঃ যেমন ধরেন দেশের পাহাড় কোথায় কোথায়, সুন্দরবন কোন কোন জেলা নিয়ে অবস্থিত, প্রধান নদী, উৎপত্তি / প্রবেশ স্থল, মিলনস্থল, কোন শহর (প্রধান গুলো) কোন নদ/নদীর তীরে অবস্থান করছে, দেশের উচ্চতা মাফিক কোন জেলার ভূপ্রকৃতি কেমন , নদীগুলোর মোট দৈর্ঘ্য, সমূদ্র বিজয়, আয়তন প্রাপ্তি, সেখানের মামলার দিন তারিখ ইত্যাদি ইত্যাদি ।।

৩) দেশের ইতিহাসঃ এটা আপনার জানা উচিত বৃটিশ আমল এর ইমিডিয়েট আগ থেকে, অনেক বইতে রাজা শশাংক , গৌড় গোবিন্দ কিংবা পাল রাজাদের কাহিনী বলা আছে, আমার সাজেশন হল এতো পড়তে গেলে খেই হারিয়ে ফেলবেন, খুব বিখ্যাত কোন রাজা (যেমন শশাংক)র আমলের উল্লেখযোগ্য এক দুইটা বিখ্যাত ঘটনা ছাড়া না জানলেও চলবে ...

আপনাকে জোর দিয়ে পড়তে হবে ৪৭ এর পর থেকে প্রায় প্রতিটা ঘটনা প্রবাহ, বিশেষত মুক্তিযুদ্ধ ও তার পূর্বেকার রাজনৈতিক ঘটনাবলি, এখানে কার কী অবদান, বিশেষ দিন তারিখ, বাংলাদেশ কে স্বীকৃতি , ১১ টি সেক্টর তাদের কমান্ডার দের নাম ( ভাইভা প্রার্থীরা কোন সেক্টর কোন এলাকা নিয়ে গঠিত তাও পড়ুন, চট করে আপনাকে জিজ্ঞাসা করে বসবে আপনার এলাকা কোন সেক্টরের অধীনে ছিল)...

মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের সরকার গঠন, সেই সরকারের গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ তাদের মন্ত্রণালয় বন্টন ইত্যাদি তথ্যগুলো আপনাকে শিখতে হবে নির্ভুল ভাবে।

৪) এরপর আসেন আমরা কিছু বিশেষ সংগঠণে কবে আমরা অন্তর্ভূক্ত হই, জাতিসংঘে কবে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন, আমাদের প্রথম প্রতিনিধি কে? এরপর OIC, SAARC, UNESCO, UNISEF, BIMSTEC এই জাতীয় প্রতিষ্ঠানে কবে বাংলাদেশ অন্তর্ভূক্ত হয়, এদের কোন টার সাধারণ অধিবেশন বাংলাদেশে সম্প্রতি হয়েছে কিনা, হলে সেটার প্রতিপাদ্য কী ছিল ...

৫) বাংলাদেশ সম্মন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু আপাতত বঙ্গবন্ধুর জীবনী, রাজনৈতিক জীবন, শেখ হাসিনার সংক্ষিপ্ত জীবনী, তাদের দুজনের উল্লেখযোগ্য গ্রন্থাবলি ...

৬) আপনার জন্য বাংলাদেশের প্রশাসনিক কাঠামো টা জানা খুব ই জরুরি , এর সাথে দেশের বিভাগ, জেলা, উপজিলা, ইউনিয়ন সংখ্যা এসব মনে রাখুন, এগুলো যেহেতু বাড়ে তাই কারেন্ট এফেয়ার্স থেকে রিসেন্ট তথ্য টা নিবেন... আরও বলি, সরকারি ওয়েবসাইট বাতায়ন আপনাকে এই ব্যাপারে আপডেটেড তথ্য দিতে পারে

৭) এরপর আপনাকে দেশের বরেণ্য ব্যাক্তিদের নিয়ে হালকা পাতলা জানা থাকা দরকার, তবে খুব বেশি না হলেও চলবে, একবার শামসুর রাহমানের জন্মস্থান নিয়ে একটা প্রশ্ন এসছিল, অপশন গুলো ছিল সব ভুল।

এই বিষয়ে তাই হাফেজ হয়াব্র দরকার নাই, তবে সম্প্রতি কে কোন বিষয়ে আন্তর্জাতিক সম্মাননা পেলেন, ক্রিকেট-ফুটবল কিংবা কোন খেলাধূলায় যশ কুড়ানো লোকজনের সাম্প্রতিক তথ্যগুলোর ব্যাপারে ওয়াকিবহাল থাকবেন, তাই বলে ভাববেন না প্রশ্ন আসবে তামিম ইকবালের বউ এর সাথে তার কত বছরের প্রেম ছিল কিংবা সাকিব আল হাসানের রেস্টুরেন্টের নাম কী 😛

৮) এবারের পালা দেশের সম্পদ সমূহ... প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা কোথায় কোথায় পাওয়া যায়, আইডিয়া রাখুন ... সাথে কোন প্ল্যান্ট বা গ্যাস কারখানা কীসে চলে সেটার খোঁজ ও রাখা চাই ...বিদ্যুৎ কারখানা গুলো কোথায় অবস্থিত, দেশের বর্তমানে বিদ্যুৎ উতপাদনের হালনাগাদ তথ্য, বিশেষ কোন পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত, এই তথ্যগুলো জানা উচিত (যেমন রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র)

৯) দেশের বন সম্পদ, পাহাড়ি এলাকা, সেখানের উল্লেখযোগ্য বনরাজি, পশু পাখি কী পাওয়া যায় তা ছোটবেলা ত্থেকে পড়ে মাথায় থাকার কথা ...এখন যেটা একটু বেশি জানবেন তা হল উল্লেখযোগ্য কৃষিজ সম্পদ, কোন বিশেষ জাত উদ্ভাবন হলে তা, কোন বিশেষ গবেষণা হলে কিছু নিয়ে সেগুলোর হাল নাগাদ তথ্য সম্ভার ...

১০) আর কী জানা যায় বলেন তো ? হ্যা, উল্লেখযোগ্য কীর্তিসমূহ কোন জেলায় কী অবস্থিত, শুধু তাইই না মসজিদ, মন্দির, উল্লেখযোগ্য  বিশেষ ভাস্কর্য গুলো তাদের ভাস্করিকের নাম, অবস্থান ...

১১) স্বাধীনতা কিংবা একুশে পদক শেষ বছরে কে পেয়েছেন, কোন বিশেষ চলচ্চিত্র বা কোন বই পত্র পুরষ্কার পেল কীনা ...এগুলো নিয়েও আপডেটেড থাকবেন...আমি জানি এতোকিছু আপনি মুখস্ত রাখবেন না, একটা ডায়েরি রাখবেন, প্রতিদিন ৩-৪ টা তথ্য (যা আপনার মনে থাকবে না কিছুদিন পরে আপনি শিউর) লিখে রাখুন, পরীক্ষার আগে দেখবেন এগুলো কেমন কাজে আসে ...তখন অনেক অল্প পরায় কিংবা চোখের দেখায় আপনার মাথায় ঢুকবে ...

বাংলাদেশ নিয়ে জানার শেষ পাচ্ছেন না তো? হ্যা, আপনি এভাবে করে এতোক্ষন যা জানলেন তা হল ব্যাসিক... আরও জানতে হলে আমি সাজেস্ট করব প্রতিদিন বাংলাদেশের কোন একটা ভাল সংবাদ পত্র পড়ুন, জানুন কোন বিশেষ চুক্তি হচ্ছে কিনা... জিএসপি সুবিধার এদিক ওদিক, ট্রাঞ্জিট, রাশিয়া/আমেরিকা/চীনের সাথে চুক্তি, ভারতের সাথে কোন বিশেষ চুক্তি বা শর্ত আরোপ এগুলোও আপনাকে জানা থাকা লাগবে নিয়মিত ...

 

 

এখন ম্যাটেরিয়ালস বলিঃ

সাধারণ জ্ঞান তা বাংলাদেশ ই হোক আর আন্তর্জাতিক ই হোক, আপনি কারেন্ট এফেয়ার্স/ওয়ার্ল্ড এগুলো অবশ্যই অবশ্যইই পড়বেন, ভাব্বেন না যে মাসে পরীক্ষা সে মাসের টা কিনলেই হয়ে যাবে ...

আমি নিজে ওরাকলের একটা বই কিনেছিলাম, বাংলাদেশ বিষয়াবলি, ওখান থেকে বাংলাদেশ বিষয়ে ব্যাসিক গুলো পড়ে নিয়েছিলাম ৩৩ তম র প্রিলির আগে ...আমার ঐটা বেশ কাজে দিয়েছে, এতোদিন বইএর নাম বলি নি কিছুর কারণ আমি খুব কম ই বই পড়েছি...আমি ওরাকলের নাম বললাম তাই বলে এটাই ফলো করতে বলছি না, আপনি সময় করে দোকানে গিয়ে Assurance, professors, Mp3, Confidenceযেটা ভাল লাগে সে বইই কিনে আনতে পারেন ...

যারা সময় নিয়ে পড়তে চান তারা পার্ট বাই পার্ট কিনতে পারেন,আবার যারা চান ১-২ মাস সময় নিয়ে পড়তে তারা একটা ডাইজেস্ট কিনে ফেলুন ... আর হ্যা, ডেইলি সংবাদ পত্র টা পড়ুন, অনলাইনে পড়লে সাথে একটা ওয়ার্ড ফাইল খোলা রাখুন, গুরুত্বপূর্ণ তথগুলো সেখানে কপি পেস্ট করে দিবেন ।

আর সাধারণ জ্ঞান বিষয়ের তথ্যগুলো কিন্ত মনে থাকতে চাইবে না, ফেসবুকের গ্রুপগুলোতে ঢু মারুন, কয়েকজন মিলে গ্রুপ করে রেগুলার তথ্য শেয়ার করুন, একে অন্যকে প্রশ্ন করুন ... কার্পণ্য করবেন না, এখানে বন্ধু সিজিপিএ ৪ পেয়ে যাবার ভয় নাই, আর এতো তথ্য যে আপনি কিপটামি করেও লাভ নাই, যত বেশি আলোচনা করবেন, তত আপনার মাথায় থাকবে, সব কিছু মুখস্ত করে আপনার স্মরণে থাকবেনা, বলে দিলাম ...

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%95-bcs-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7-11/

Leave a Reply