ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল কুইজ ফেস্ট ২০১৫ । Quiz fest 2015 held in dhaka university.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুইজ সোসাইটির উদ্যোগে ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল কুইজ ফেস্ট ২০১৫।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি (প্রশাসন) প্রফেসর ডঃ শহীদ আখতার হোসেন এবং জিয়া হলের প্রভোস্ট ও ক্রিমিনলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ জিয়া রহমান অনুষ্ঠানটির উদ্বোধন করেন। ৩৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শেষ দিনে টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয় পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগ। রানারআপ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ আআ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আরও উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ তপন দে রোজারিও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুইজ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স সহ আরও অনেকে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুইজ সোসাইটির সভাপতি মোঃরেজাউল। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল প্রাণ মিঃম্যাঙ্গো, প্লাটিনাম স্পন্সর ছিল তমা গ্রুপ, আর আদর্শ প্রকাশনী ছিল এর বুক পার্টনার।

সৃজনশীলতা ও মেধা বিকাশের জন্য কুইজ ফেস্ট রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর সৃজনশীল ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির এমন অসাধারণ আয়োজন নিয়মিতভাবেই আয়োজিত হবে,এই প্রত্যাশা সকলের।

 

তথ্যসূত্র : (daily star ‘shout’,DUQS organises Quiz fest, 3december 2015) ও অন্যান্য জাতীয় দৈনিক অবলম্বনে।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/

Leave a Reply