উইন্ডোজ ৮.১ টিউটোরিয়াল: ডেস্কটপ (Familiar Desktop)

 

পরিচিতি : ডেস্কটপ ব্যবহার করা

Desktop এ সকল প্রকার অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রাম ব্যবহার করতে পারেন - বিশেষ সফটওয়্যার থেকে শুরু করে Windows Store এর যেকোন Application ব্যবহার করতে পারেন। দ্রুত প্রবেশ করার জন্য আপনার পছন্দের অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রামগুলোকে Taskbar এর সাথে পিন করে রাখতে পারেন এবং বিভিন্ন সর্টকাট, ব্যাকগ্রাউন্ড এবং থিম দিয়ে Desktop কে নিজের মতো করে সাজাতে পারেন।

আপনি কিভাবে আপনার পিসিকে ব্যবহার করতে চান তা কোন ব্যাপার না - আপনি অ্যাপ, উইন্ডোজ এবং Start Screen এর মধ্যে দ্রুত সুইচ (একটি থেকে অন্যটিতে যেতে পারেন) করতে পারেন।

Desktop এ ফিরে যাওয়া

পিসির যেকোন স্থান থেকে Desktop এ ফিরে যাবার বেশ কিছু পদ্ধতি আছে । আপনি নিচের যেকোনটি অনুসরণ করতে পারেন:
Start খুলুন এবং Start Screen এর Desktop টাইলস এ টোকা দিন বা ক্লিক করুন।
• কীবোর্ড থেকে উইন্ডোজ লগো কী Windows Logoএ চাপ দিন।
• পর্দার ডান কর্ণারের দিকে যান এবং Search এ টোকা দিন।

টাস্কবার এর উপর অ্যাপ্লিকেশন

Taskbar এর মাধ্যমে আপনি খোলা Application গুলোর মধ্যে সুইচ (একটি থেকে অন্যটিতে যাওয়া) করতে পারেন এবং যেসকল Application আপনি প্রায়ই ব্যবহার করেন সেগুলো পিন করে রাখতে পারেন।
Taskbar
Taskbar সাধারণত Desktop এর নিচের দিকে থাকে, কিন্তু আপনি পর্দার নিচের অংশে নীচের প্রান্ত থেকে মাউস পয়েন্টার চেপে ধরে সরানোর মাধ্যমে এটিকে পিসির যেকোন স্থানে নিতে পারবেন।

আপনি যদি টাস্কবার এ আপনার খোলা সকল অ্যাপ দেখতে না পান

খোলা অবস্থায় Windows Store এর অ্যাপ্লিকেশনগুলো যদি Taskbar এ দেখা না যায়, নিশ্চিত হয়ে নিন যে এই ফিচার Turn on করা আছে কিনা।

যেসকল Application আপনি প্রায়ই ব্যবহার করেন সেগুলোকে পিন করে রাখা

দ্রুততার সাথে খোলার জন্য আপনি আপনার পছন্দের অ্যাপ্লিকেশনগুলোকে Start Screen বা Taskbar এর সাথে পিন করে রাখতে পারেন এবং Tiles এ এক নজরে আপডেটগুলো দেখতে পারেন।

ধাপ 1
g
App Viewদেখার জন্য আপনার হাতের আঙুলের সাহায্যে Start Screen এর মাঝ বরাবর থেকে উপরের দিকে স্লাইড করুন অথবা Start Screen এর নিচের দিকে বাম পাশের অ্যারো f এ ক্লিক করুন।

ধাপ 2
h
যে Application কে পিন করতে চান তার উপর চাপ দিন বা ধরে রাখুন বা রাইট ক্লিক করুন। আপনি একাধিক Application বাছাই করতে পারেন এবং সবগুলোকে একই সাথে পিন করতে পারেন।

ধাপ 3
i
টোকা দিন বা ক্লিক করুন Pin to Start অথবা Pin to taskbar এর উপর। যে অ্যাপ্লিকেশনগুলো পিন করেছেন তা Start Screen এর শেষে বা Desktop টাস্কবারে দেখা যাবে।

খোলা Application পিন করা

আপনি যদি ইতোমধ্যে কোন Application ব্যবহার করতে থাকেন তাহলে স্টর্ট স্ক্রিণে না যেয়েও একে Taskbar এর সাথে পিন করতে পারেন।

ধাপ: 1
pin1
অ্যাপটির Taskbar বাটন চাপ দিয়ে ধরে রাখুন এবং আপনার আঙুল উপরের দিকে ঘষা দিন যতক্ষণ না একটি মেনু দেখা যায়। (যদি আপনি মাউস ব্যবহার করতে চান তাহলে অ্যাপটির Taskbar বাটনে ডান-ক্লিক করুন)

ধাপ: 2
pin2
Pin this program to taskbar এ টোকা দিন বা ক্লিক করুন । এখন আপনি অ্যাপটি বন্ধ করলেও অ্যাপটি টাস্কবারে থেকে যাবে।

Taskbar এর খোলা অ্যাপ্লিকেশনগুলোর একটি থেকে আরেকটিতে যাওয়া।

আপনি যখন একটি Application ব্যবহার করছেন Taskbar এর মাধ্যমে আপনি অন্য Application এ যেতে পারেন বা Start এ ফিরে যেতে পারেন।

কোন Application যখন সম্পূর্ণ পর্দা জুড়ে খোলা থাকে তখন Taskbar দেখার জন্য মাউস পয়েন্টার পর্দার নিচের প্রান্তের দিকে নিয়ে গেলে Taskbar দেখা যাবে। তখন Start এ ফিরে যাবার জন্য স্টার্ট বাটনে ক্লিক করুন অথবা অন্য Application এ সুইচ করতে ঐ Application এর উপর ক্লিক করুন।

পরিচিত ভাবে অ্যাপ্লিকেশন ব্যবহার করে

আপনি মিনিমাইজ বা ক্লোজ বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশন কে মিনিমাইজ (অ্যাপ্লিকেশনকে Taskbar এ নিয়ে এসে রাখা) বা বন্ধ করতে পারেন (যদি আপনি এই বাটনগুলো দেখতে না পান তাহলে মাউস পয়েন্টারকে পর্দার উপরের প্রান্তের দিকে নিয়ে যেতে পারেন)
apps
আপনি উপরের বাম প্রান্তের অ্যাপ্লিকেশনের আইকন এর উপর ডান ক্লিক করেও মিনিমাইজ (অ্যাপ্লিকেশনকে টাস্কবার এ নিয়ে এসে রাখা),ক্লোজ (বন্ধ) বা পর্দার বাম বা ডান পাশে অ্যাপ্লিকেশনটিকে বিভক্ত করে রাখতে পারেন।
apps2

Desktop কে সংগঠিত করুন

আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে Desktop কে সংগঠিত করে রাখতে পারেন । আপনি সর্টকাট মুছে ফেলতে পারেন বা পছন্দের ফাইল বা ফোল্ডার এর জন্য সর্টকাট তৈরি করতে পারেন, ভিন্নতর ব্যাকগ্রাউন্ড, উইন্ডো কালার এবং থিম এর সাহায্যে Desktop কে নিজের মতো করে সাজাতে পারেন। Personalization Gallery এ বাছাই করার জন্য প্রচুর সংখ্যক ফ্রি থিম আছে। Desktop কে নিজের ইচ্ছা মতো রূপ দান কিভাবে করবেন তা সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখুন “থিম দিয়ে শুরু করুন”।

পছন্দ করুন Sign in করার পর আপনি কোথায় যেতে চান

ডিফল্ট হিসেবে, অধিকাংশ মানুষ যখন তাদের পিসিতে Sign in করে তখন Desktop এ যায়, কিন্তু আপনি যখন আপনার পিসিতে Sign in করবেন তখন Desktop, Start Screen, বা App View এর মধ্যে যেকোনটি পছন্দ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কোন Device ব্যবহার করছেন তা কোন ব্যাপার না।

1. প্রথমে, পর্দার ডান পাশে সুইপ করার মাধ্যমে টাস্কবার ও নেভিগেশন প্রোপার্টিজ খুলুন, Search এ টোকা দিন, সার্চ বক্স এ Taskbar লিখুন, এবং তারপর ফলাফল থেকে Taskbar and Navigation এ টোকা দিন বা ক্লিক করুন।

2. নিচের যেকোন একটি করুন
# Start এ বুট করার জন্য
Navigation ট্যাব এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start চেক বক্স নির্বাচন উঠিয়ে দিন । OK তে টোকা দিন বা ক্লিক করুন। আপনি যখন পরবর্তীতে পিসি Sign in করবেন তখন Desktop এর বদলে Start Screen দেখা যাবে।

# Desktop এ বুট করার জন্য
Navigation ট্যাব এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start চেক বক্স নির্বাচন করুন । OK তে টোকা দিন বা ক্লিক করুন। আপনি যখন পরবর্তীতে পিসি Sign in করবেন তখন Desktop দেখা যাবে।

# App View এ বুট করার জন্য
Navigation ট্যাব এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর When I sign in or close all apps on a screen, go to the desktop instead of Start চেক বক্স নির্বাচন উঠিয়ে দিন ।
তারপর Show the Apps view automatically when I go to Start চেক বক্স নির্বাচন করুন। OK তে টোকা দিন বা ক্লিক করুন। যখন পরবর্তীতে পিসি Sign in করবেন তখন App View দেখা যাবে। (অন্যন্য নির্দেশ যা আপনাকে সাধারণত Start এ নিয়ে যেত তা এখন App View এ নিয়ে যাবে।)

স্টার্ট বাটন থেকে আরও অপশন

বাম পাশের নিচের প্রান্তে আপনি স্টার্ট বাটন দেখতে পাবেন। আপনি Start Screen এ যাওয়ার জন্য স্টার্ট বাটনে টোকা বা ক্লিক করতে পারেন, অথবা quick and advanced options এ যাওয়ার জন্য চাপ দিয়ে ধরে রাখতে পারেন বা ডান-ক্লিক করতে পারেন - এর মাধ্যমে আপনি কম্পিউটার বন্ধ করতে পারেন, সাইন আউট করতে পারেন, কন্ট্রোল প্যানেল এ যেতে পারেন এবং টাস্ক ম্যানেজার বা কমান্ড প্রম্পট খুলতে পারেন।
11111

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%9f%e0%a6%aa-familiar-desktop/

Leave a Reply