ডিসেম্বরে হচ্ছে সিএসই উৎসবঃ CSE festival to be held on December

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উদ্যোগে আগামী ৪ ও ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ সিএসই উৎসব।দুই দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে সারা দেশের বিভিন্ন সরকারী বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নেবে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সিএসই বিভাগের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবে থাকছে রোবটিক্স প্রতিযোগিতা, আইটি অলিম্পিয়াড, গেমিং প্রতিযোগিতা, বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার। এছাড়া কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য থাকছে বিতর্ক প্রতিযোগিতা ও আইটি অলিম্পিয়াড। বিভিন্ন প্রযুক্তি পণ্য বিপণনকারী ও তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোও এই মেলায় অংশ নিচ্ছে। এই উৎসবে অনুষ্ঠিত হতে যাওয়া সেমিনার ও ওয়ার্কশপে অংশ নেবেন ও আলোচনা করবেন দেশের খ্যাতনামা প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞরা।উদীয়মান প্রজন্মকে সর্বাধুনিক প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তির নবীনতম সংযোজনগুলোর সাথে পরিচিত করতেই এই আয়োজনঃ জানালেন উদ্যোক্তারা।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সার্বিক ব্যবস্থাপনায় সম্পন্ন হতে যাওয়া এই উৎসবের আয়োজনে সহযোগিতায় রয়েছে জাতীয় বিতর্ক ফেডারেশন(এনডিএফ), বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক(বিডিওএসএন), ও গুগল ডেভলপার গ্রুপ(জিডিজি) বাংলা।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%87-%e0%a6%89%e0%a7%8e/

Leave a Reply