ডটনেট নিউক ৭.১ ডেভলপার কুইক স্টার্ট

রিদওয়ান বিন শামীম

 

ডিএনএন ৭.১ ডেভলপার কুইক স্টার্ট পেজ এমন রিসোর্স হিসেবে ব্যবহৃত হয় যা কিনা ডিএনএন এক্সটেনশন ডেভলপারদের ডিএনএন ৭.১.০ এর সর্বশেষ সুবিধাদি পেতে সাহায্য করে।

 

এডভান্সড ইউআরএল ম্যানেজমেন্ট

ফ্রেন্ডলি ইউআরএল প্রভাইডারের জন্য ডিএনএন ৭.১ একটি নতুন মোড সংযোজন করেছে। এটি এডভান্সড মোড হিসেবে পরিচিত আর এটি ইউআরএলের আচরণ ও ফিচারও পরিবর্তন করে ফেলে।

এডভান্সড ইউআরএল ম্যানেজমেন্ট নতুন ডিএনএন ৭.১ বা আরও আধুনিক সংস্করণগুলোর জন্য ইন্সটলেশনে বাই ডিফল্ট থাকে, কিন্তু বর্তমানে চালু থাকা সংস্করণগুলোয় এটি বাই ডিফল্ট থাকে না। এডভান্সড ইউআরএল ম্যানেজমেন্টের কিছু নির্দিষ্ট টপিকস আছে, যা এখান থেকে দেখে নেয়া যেতে পারে,

 

 

এডভান্সড ইউআরএলের জন্য আইআইএস ৭ রিকোয়ারমেন্ট

এডভান্সড ইউআরএল প্রভাইডার ব্যবহারের সময় সম্ভাব্য ক্রুটি এড়াতে

আইআইএস ৭এর একটা হটফিক্স দরকার (এবিষয়ে বিস্তারিত দেখুন, https://support.microsoft.com/en-us/kb/980368) বিশেষ করে এক্সটেনশনবিহীন ইউআরএলকে সাপোর্ট দেয়ার জন্য।

 

মেম্বারশিপ সিকিউরিটি এনহেন্সমেন্ট

ডিএনএন ৭.১.০ রিলিজের একটি বড় কারণ ছিল মেম্বারশিপ ও পাসওয়ার্ড সিকিউরিটির ক্ষেত্রে কিছু সংস্কার সাধন। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো হল,

 

এজিউর কম্পেটিবেলিটি চেক

ডিএনএন ৭.১.০ সনাক্ত করে কখন এটি এসকিউএল এজিউর ডাটাবেসে রান করে আর কখন নতুন এক্সটেনশন ইন্সটল করে, <azureCompatible> নামের মেনিফেস্ট ফাইল ইলিমেন্ট সন্ধান করে। যদি না পাওয়া যায় তবে যিনি এক্সটেনশন ইন্সটল করছেন তাঁকে একটি ওয়ার্নিং দেয়া হয়।এবিষয়ে আরও জানতে পারবেন এখানে, http://www.dnnsoftware.com/wiki/azure-compatible-extension-check

 

জেকোয়েরি ১.৯.১

ডিএনএন ৭.১ এখন জেকোয়েরি ১.৯.১ এর সাথে সমন্বয় করেছে, একারনে প্রথমে আমাদের স্কিন ও এক্সটেনশন টেস্ট করে নিতে হবে। জেকোয়েরি ১.৯.১ আপগ্রেডের জন্য এখানে দেখা যেতে পারে, http://jquery.com/upgrade-guide/1.9/

জেকোয়েরি ১.৯তে অনেক বড় ধরনের পরিবর্তন হয়েছে, ডিএনএন জেকোয়েরি মাইগ্রেট প্লাগিনও অন্তর্ভুক্ত করেছে,যা এখান থেকে পাওয়া যাবে, https://github.com/jquery/jquery-migrate/

 

ফাইল ম্যানেজমেন্টঃ সার্চ রিডিজাইনড

ডিএনএন ৭.১ এর আরও কিছু সোর্স দেখতে পারেন

 

ল্যাঙ্গুয়েজের ইম্প্রুভড ম্যানেজমেন্ট

নির্দিষ্ট পেজসমূহ (কন্টেন্ট লোকালাইজেশন)

এর প্রাসঙ্গিক কিছু ব্লগের ঠিকানা দেয়া হল,

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a1%e0%a6%9f%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89%e0%a6%95-%e0%a7%ad-%e0%a7%a7-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%ad%e0%a6%b2%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%87/

Leave a Reply