জেকয়ারি এফেক্ট মেথডস। jQuery Effect Methods Reference

জেকয়ারি এফেক্ট মেথড
নয়ন চন্দ্র সরকার

জেকয়ারি হল এমন একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রি যা সহজ, ছোট এবং সমৃদ্ধ এবং যা, এইচ টি এম এল ডকুমেন্ট গুলোকে একটা এ পি আই এর মাধ্যমে বিভিন্ন ব্রাউজার দক্ষতা সহকারে হস্তচালন করতে সাহায্য করে। নিচে এর এফেক্ট গুলো আলোচনা করা হল।

জেকয়ারির অ্যানিমেশন এফেক্ট তৈরি করতে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, সেগুলো নিচে আলোচনা করা হল।

“animate ( ) মেথডঃ
এই মেথডটা নিদিষ্ট উপাদানে কাস্টম অ্যানিমেশন রান করে।

clearQueue ( ) মেথডঃ
এই মেথড অপেক্ষারত ফাংশনগুলোকে নিদিষ্ট উপাদান গুলো থেকে দূর করতে সাহায্য করে।

Delay( ) মেথডঃ
এই মেথডের মাধ্যমে সকল অপ্পেক্ষারত ফাংশনগুলোর জন্য একটা ডিলে সেট করা হয়।

Dequeue ( ) মেথডঃ
এটা পরবর্তী ফাংশন কে লাইন থেকে বিতারিত করে ফাংশন টা সম্পাদন করে।

FadeIn ( ) মেথডঃ
নির্বাচিত উপাদানগুলোকে ফেইদ ইন করে।

Fadeout ( ) মেথডঃ
নির্বাচিত উপাদানগুলোকে ফেইদ আউট করে।

fadeTo ( ) মেথডঃ
এই নিয়মটা নিদিষ্ট উপাদানগুলোকে একটা প্রদত্ত অপাছিতিতে ফেইদ ইন বা আউট করে।

fadeToggle ( ) মেথডঃ
এটা ফেইদ ইন এবং আউট এর মধ্যে টগল করে ।

Finish ( ) মেথডঃ
এই মেথডটা সব অপ্পেক্ষারত এনিমেশনগুলোকে নির্দিষ্ট উপাদাগুলথেকে থামতে, দূর করতে অথবা সম্পন্ন করতে সাহায্য করে ।

Hide ( ) মেথডঃ
এটা নির্দিষ্ট উপাদানগুলোকে হাইট করে ।

Queue ( ) মেথডঃ
এটা অপ্পকেক্ষারত ফাংশনগুলোকে নির্দিষ্ট উপদানে দেখায় ।

Show ( ) মেথডঃ
এটা সো করায়

Slidedown ( ) মেথডঃ
এটা নির্দিষ্ট উপাদানগুলোকে স্লাইড দাউন করে ।

Slideup ( ) মেথডঃ
এটা নির্দিষ্ট উপদাঙ্গুলকে স্লাইড আপ করে ।

Stop ( ) মেথডঃ
এটা চলতি অ্যানিমেশন নির্দিষ্ট উপদান থেকে থামতে সাহায্য করে ।
Toggle ( ) মেথডঃ
এটা hide() এবং show() এর মধ্যে তগল করে

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ab%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a5%e0%a6%a1%e0%a6%b8%e0%a5%a4-jquery-effect-methods-refe/