জেক্যুয়েরি এজাক্স মেথডস . JQuery – AJAX Methods

1. লিখেছেন সুদীপ্ত সাহা

জেক্যুয়েরি এজাক্স মেথডস

এজাক্স হল কোন ওয়েব পেজকে সম্পূর্ণ রিলোড না করে সার্ভারের মধ্যে থেকে ডাটার আদান-প্রদানের মাধ্যমে ওয়েব পেজের কোন অংশের আপডেট করার একটি কৌশল।

নিচের টেবিলে জেক্যুয়েরিতে ব্যবহৃত এজাক্স মেথডগুলো তালিকাভুক্ত করা হয়েছেঃ

মেথড বর্ণনা
$.ajax() এজাক্সের async রিকোয়েস্ট সম্পাদন করা
$.ajaxPrefilter() $.ajax() মেথডে কোন রিকোয়েস্ট প্রেরণের আগে কাস্টম অপশনগুলো পরিচালনা করা অথবা বিদ্যমান অপশনগুলোকে পরিবর্তন করা
$.ajaxSetup() ভবিষ্যতে কোন AJAX রিকোয়েস্টের জন্য ডিফল্ট ভ্যালু সেট করা
$.ajaxTransport() AJAX ডাটা পরিচালনার জন্য অবজেক্ট তৈরি করা
$.get() সার্ভার থেকে AJAX HTTP GET রিকোয়েস্টের মাধ্যমে ডাটা লোড করা
$.getJSON() সার্ভার থেকে HTTP GET রিকোয়েস্টের মাধ্যমে JSON-encoded ডাটা লোড করা
$.getScript() AJAX HTTP GET রিকোয়েস্টের মাধ্যমে সার্ভার থেকে JavaScript লোড করা এবং চালু করা
$.param() ধারাবাহিকভাবে কোন অ্যারে বা অবজেক্টকে প্রদর্শন করা
$.post() AJAX HTTP POST রিকোয়েস্টের মাধ্যমে সার্ভার থেকে ডাটা লোড করা
ajaxComplete() AJAX রিকোয়েস্ট কমপ্লিটের পর কোন ফাংশনকে রান করা
ajaxError() AJAX রিকোয়েস্ট ইররসহ কমপ্লিটের পর কোন ফাংশনকে রান করা
ajaxSend() AJAX রিকোয়েস্ট প্রেরণের পূর্বে কোন ফাংশনকে রান করা
ajaxStart() AJAX রিকোয়েস্ট প্রথম শুরু হবার সময় কোন ফাংশনকে রান করা
ajaxStop() সকল AJAX রিকোয়েস্ট কমপ্লিটের পর কোন ফাংশনকে রান করা
ajaxSuccess() AJAX রিকোয়েস্ট সঠিকভাবে কমপ্লিটের পর কোন ফাংশনকে রান করা
load() সার্ভার থেকে ডাটা লোড করা এবং সিলেক্টেড ইলিমেন্টে ডাটা রিটার্ন করা
serialize() সাবমিশনের জন্য ফর্মের উপাদানগুলোকে স্ট্রিংএ এনকোডিং করা
serializeArray() ফর্মের উপাদানগুলোকে নেম এবং ভ্যালু অনুযায়ী অ্যারেতে এনকোডিং করা

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a5%e0%a6%a1%e0%a6%b8-jquery/