jQuery এ এইচটিএমএল এলিমেন্টস দূর করা

লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

জেকোয়েরিতে খুব সহজে আগে থেকে থাকা এইচটিএমএল এলিমেন্টস দূর করা যায় ।

 

এলিমেন্টস বা উপাদান দূর করা

এলিমেন্টস বা উপাদান দূর করার জন্য দুই ধরণের জেকোয়েরি মেথডস আছে ।

  1. remove() : এটি এর সাব ক্যাটাগরি সহ সকল সিলেক্ট করা এলিমেন্টস দূর করে ।
  2. empty() : সাব ক্যাটাগরি এর সকল উপাদানকে দূর করে ।

 

jQuery remove() Method

jQuery remove() Method এর সাব ক্যাটাগরি সহ সকল সিলেক্ট করা এলিমেন্টস দূর করে ।


$("#div1").remove();


ফলাফল : remove()

 

jQuery empty() Method

jQuery empty() Method এর সাব ক্যাটাগরি এর সকল উপাদানকে দূর করে ।


$("#div1").empty();


ফলাফল : empty()

 

দূরকৃত এলিমেন্টস এর ফিল্টার করা

jQuery remove() method একটি প্যারামিটার সাপোর্ট করে তাই এটি দূরকৃত এলিমেন্টস এর ফিল্টার করতে পারে ।

এই প্যারামিটার টি যেকোন জেকোয়েরি সিলেক্টর হবে ।

নিচের উদাহরণ class="italic": ক্লাসের সকল <p> উপাদানগুলোকে দূর করবে ।


$("p").remove(".italic");


ফলাফল : দূরকৃত এলিমেন্টস এর ফিল্টার

 

জেকোয়েরি এইচটিএমএল রেফারেন্স

এছাড়া জেকোয়েরি এর সকল এইচটিএমএল কে উপরের পদ্ধতিতে দূর করতে পারবেন । এজন্য আপনি পূর্বে পোস্ট করা আমাদের সকল এইচটিএমএল রেফারেন্স গুলো দেখতে পারেন ।

এভাবে আপনি খুব সহজে জেকোয়েরিতে এইচটিএমএল এলিমেন্টস গুলো দূর করতে পারবেন

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%bf/