জে’কুয়েরি (jQuery) মোবাইল orientationchange ইভেন্ট

জে’কুয়েরি (jQuery) মোবাইল orientationchange ইভেন্ট
-----
কেউ যখন তার মোবাইল ডিভাইসের অবস্থান (orientation) পরিবর্তন করে আনুভূমিক (horizontal) কিংবা উল্লম্ব (vertical) অবস্থায় নিয়ে আসবে তখন orientationchange ইভেন্ট কাজ করবে।
orientationchange ইভেন্ট ব্যবহার করার জন্য window object এর সাথে ইভেন্টটি সংযুক্ত করে দিতে হবে। যেমন-
$(window).on("orientationchange",function(){
alert("ডিভাইসের অবস্থান পরিবর্তন হয়েছে!");
});
callback ফাংশনটি একটি আর্গুমেন্ট ধারণ করতে পারে, আর তা হলো event অবজেক্ট; যা মোবাইল ডিভাইসের orientation বা অবস্থা জানায়: "portrait" (অর্থ হচ্ছে মোবাইল ডিভাইস এখন উল্লম্ব অবস্থানে রাখা আছে) কিংবা "landscape" (মোবাইল ডিভাইস এখন আনুভূমিক অবস্থানে রাখা আছে):
উদাহরণ:
$(window).on("orientationchange",function(event){
alert("Orientation is: " + event.orientation);
});

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0%e0%a6%bf-jquery-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-orientationchange-%e0%a6%87%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a8-2/