জেকুএরি ভুমিকা । jQuery Introduction

jQuery হলো JavaScript এর সমগ্র বা Library. JavaScript প্রোগ্রামকে সহজীকরণ করে। এর সাহায্যে জটিলতম JavaScript প্রোগ্রামগুলোকে সহজে একসূত্রে গাঁথা যায়। খুব সামান্য চেষ্টা এবং শ্রম ব্যয় করে আপনি jQuery শিখতে পারবেন।

এই ওয়েবসাইটের প্রতি অনুচ্ছেদে "নিজে চেষ্টা কর" রয়েছে।
আমাদের অনলাইন এডিটরের সাহায্যে আপনি সহজে কোড এডিট করতে এবং ফলাফল দেখতে পারবেন।

উদাহরণ:
$(document).ready(function(){
$("p").click(function(){
$(this).hide();
});
});

"নিজে চেষ্টা কর" বাটনে ক্লিক করুন এবং এর ফলাফল দেখুন।

jQuery উদাহরণ
উদাহরণের সাহায্যে শিক্ষন একটি আধুনিক প্রক্রিয়া! এই ওয়েবসাইটে jQuery এর প্রচুর উদাহরণ রয়েছে। উদাহরণগুলো ধারাবাহিকভাবে বিন্যস্ত করা আছে যেন একজন নতুন শিক্ষার্থীর জন্য প্রক্রিয়াটি সহজ হয়। আমাদের অনলাইন এডিটর ব্যবহার করে এসকল উদাহরণ এডিট ও পরীক্ষা করে ফলাফল দেখতে পারবেন।

jQuery কুইজ টেস্ট
এই ওয়েবসাইটে jQuery এর পর্যাপ্ত পরিমাণ কুইজ টেস্ট রয়েছে। এসকল কুইজে অংশ নিয়ে আপনি আপনার jQuery দক্ষতা পরীক্ষা করতে পারবেন সহজেই।

jQuery রেফারেন্স
jQuery এর পরিপূর্ণ শিক্ষণের জন্য এর অবজেক্ট ও মেথড সম্পর্কে যথার্থ শিক্ষা উপকরণ প্রয়োজন। এই ওয়েবসাইটে অবজেক্ট ও মেথড সম্পর্কে পরিপূর্ণ রেফারেন্স পাওয়া যায়।

-----------------

অনুবাদক: ফয়সাল রকি

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%9c%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%8f%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ad%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a5%a4-jquery-introduction/