নবম এবং দশম শ্রেনী (মাধ্যমিক), বাংলাদেশ এর পাঠ্যক্রম এর উপর ভিত্তি করে ইন্টারনেট-ভিত্তিক কম্পিউটার বিজ্ঞান/শিক্ষা কোর্স

---------------------------------------------------------------------------------------------------------
বাংলাদেশ এর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য প্রযুক্তি কোর্স-এর পাঠ্যক্রম-ভিত্তিক একটি কোর্স নীচে প্রদান করা হইল।
আমরা ভবিষ্যতে কোর্সটির উন্নত এবং দ্বিতীয় সংস্করণ প্রদান করব।

বাংলাতে বাংলাদেশ এর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য প্রযুক্তি কোর্স-এর পাঠ্যক্রম-ভিত্তিক একটি কোর্স

ইংরেজিতেঃ বাংলাদেশ এর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য প্রযুক্তি কোর্স-এর পাঠ্যক্রম-ভিত্তিক একটি কোর্স
---------------------------------------------------------------------------------------------------------

নবম এবং দশম শ্রেনী (মাধ্যমিক), বাংলাদেশ এর পাঠ্যক্রম এর উপর ভিত্তি করে ইন্টারনেট-ভিত্তিক কম্পিউটার বিজ্ঞান/শিক্ষা কোর্স

কোর্সটি চলিতেছেঃ কোর্স এর পাতা ঃ
http://bangla.salearningschool.com/category/root/academic/science-and-engineering/school-grade-1-grade-12/computer-study-grade-9-and-10-bangladesh/

আমরা নবম এবং দশম শ্রেনী, বাংলাদেশ এর কম্পিউটার বিজ্ঞান/শিক্ষা কোর্সের উপর ভিত্তি করে ইন্টারনেট-ভিত্তিক একটা কোর্স শুরু করতে যাচ্ছি। আমরা পাঠ্যক্রম এর বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং বিষয়গুলি বাস্তব বিশ্বের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত তা প্রদর্শন করব।

কম্পিউটার বিজ্ঞান এবং কম্পিউটার শিক্ষায় আগ্রহী যে কেউ এই কোর্সে অংশ গ্রহন করতে পারবেন। তথ্য প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর উপর আগ্রহীরাও এই কোর্সে অংশ গ্রহন করতে পারেন।

আমরা আপনাদেরকে এই পোস্টটি পছন্দ করতে উত্সাহিত করছি। আমরা এই ধরনের কোর্সের জন্য আগ্রহী যে একটি শ্রোতা আছে তা বুঝতে চাই, কোর্স শুরুর সময়। আমরা লেসন্স, ব্যাখ্যা, স্লাইড, এবং প্রশিক্ষণ ভিডিও প্রদান করব।

প্রতি সপ্তাহে, একটি করে পাঠ থাকবে। আমরা ধাপে ধাপে অগ্রসর হব।

কোর্সটি অক্টোবর ২০১৩ তে শুরু হয়েছে । এই ধরনের কোর্সের জন্য আগ্রহী হতে পারে এরকম সবাইকে আমন্ত্রণ জানানোর request রইল।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a1-%e0%a7%af-%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%ae-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6/

Leave a Reply