কীভাবে পিএইচপি ইন্সটল করবেন এবং হেল ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখবেন? Install PHP and Write Hello World Program

পিএইচপি প্রোগ্রামিং শুরু করার আগে আপনাকে প্রথমে কম্পিউটারকে পিএইচপি প্রোগ্রামিং এর উপযোগী করতে হবে। এর জন্য নিচের সফটওয়্যার গুলু ইন্সটল করতে হবেঃ
• PHP
• Apache
• MySql
• Text Editor
এখন আপনি এতগুলু সফটওয়্যার আলাদা ভাবে ইন্সটল না করে, XAMPP নামক একটি মাত্র সফটওয়্যার দ্বারা সব কাজ শেষ করতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রী তে পাওয়া যায়। নিচের ধাপ গুলু অনুসরন করার মাধ্যমে আপনি সব কাজ শেষ করতে পারবেনঃ
• আপনার কাছে যদি সফটওয়্যার না থাকে তবে এখান থেকে(http://sourceforge.net/projects/xampp/) ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষ হলে অন্য যেকোনো সফটওয়্যার যেভাবে ইন্সটল দিন, সেভাবেই এটি ইন্সটল করুন।
• ইন্সটল শেষ হলে আপনার কম্পিউটারে একটি নতুন শর্টকাট আইকন আসবে। আইকন এ ক্লিক করে XAMPP সফটওয়্যারটি চালু করুন। চালু করার পর এবং নামের পাশে Start বাটন এ ক্লিক করুন।
• যেকোনো ব্রাউজার ওপেন করে এড্রেস বারে http://localhost লিখে এন্টার চাপুন। যে পেজ আসবে সেখান থেকে English ক্লিক করুন। এখন কনফিগারেশন এর কাজ শেষ।
• এখন যেকোনো text edittor যেমন notepad, notepad++ open করুন এবং নিচের কোড টাইপ করে C:\xampp\htdocs Folder এর ভিতর save korun. Save করার সময় নামের শেষে .php দিয়ে সেভ করুন। যেমন আমি দিলাম hello.php
• এখন ব্রাউজার এড্রেস বারে http://localhost/hello.php লিখে এন্টার চাপুন। ব্রাউজার “Hello World” মেসেজ দেখাবে।
এবং এর মাধমেই পিএইচপি ইন্সটল করা ও হেল ওয়ার্ল্ড প্রোগ্রাম রুন করা শেষ হল।

 

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%b0/