ওয়ার্ডপ্রেসঃ ইন্টারভিউয়ের প্রশ্নাবলী . WordPress : Interview Questions and Answers

ওয়ার্ডপ্রেসঃ ইন্টারভিউয়ের প্রশ্নাবলী
সুপ্রিয় পাঠক, ওয়ার্ডপ্রেসের ইন্টারভিউয়ের এই প্রশ্নগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে ওয়ার্ডপ্রেসের সাথে সম্পর্কযুক্ত কোনও সাক্ষাৎকারের সময় যেসব প্রশ্ন আপনাদের মোকাবেলা করতে হবে তা সম্পর্কে যেন সুস্পষ্ট ধারণা আপনারা পেতে পারেন।অভিজ্ঞতা থেকে বলছি, সাধারণত ভাল সাক্ষাৎকার যারা নেন, তাঁরা কোনও নির্দিষ্ট প্রশ্ন নয় বরং বিষয়ভিত্তিক বেসিক কনসেপ্ট থেকে প্রশ্ন করেন, আর তারপর সেখান থেকেই প্রশ্ন এগিয়ে চলে আপনার উত্তরের উপর ভিত্তি করে।

ওয়ার্ডপ্রেস কী?
-ওয়ার্ডপ্রেস এক ধরনের ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা ব্যবহার করে ব্যবহারকারীরা ডাইনামিক ওয়েবসাইট ও ব্লগ তৈরি করতে পারেন।

ওয়ার্ডপ্রেসের কিছু ফিচার সম্পর্কে বলুন?
-ওয়ার্ডপ্রেসের কিছু ফিচার হলঃ
ইউজার ম্যানেজমেন্ট
মিডিয়া ম্যানেজমেন্ট
থিম সিস্টেম
প্লাগিনের ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
মাল্টিলিঙ্গুয়াল
ইমপোর্টার

ওয়ার্ডপ্রেসের কী কী অসুবিধা আছে?
-ওয়ার্ডপ্রেসের কিছু অসুবিধা হল,
• প্রচুর প্লাগিন ব্যবহার সাইটকে ‘ভারি’ করে লোড বা রান করানোর ক্ষেত্রে কঠিন পরিস্থিতির সামনে ফেলে।
• ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পরিবর্তন বা পরিবর্ধনের জন্য পিএইচপি সম্পর্কে জ্ঞানের প্রয়োজন হয়।
• সর্বশেষ ব্রাউজার বা মোবাইল ডিভাইসের সাথে ওয়ার্ডপ্রেসের সামঞ্জস্য রাখতে অনেক সময় সফটওয়ার আপডেট রাখতে হয়।এই আপডেটের সময় ডাটা হারানোর সম্ভবনা থাকে, যার জন্য ওয়েবসাইটের কপি ব্যাকআপ হিসেবে সংরক্ষণ করতে হয়।
• গ্রাফিক ইমেজ ও টেবিলের পরিবর্তন বা পরিবর্ধন খানিকটা কঠিন।

ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা যে বিভিন্ন ধরনের যে গেজেটগুলো দেখতে পাই, সেগুলো কী কী?
-ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা যে গেজেটগুলো সচরাচর দেখে থাকি সেগুলো হল,
• ড্যাশবোর্ড মেন্যু
• স্ক্রীন অপশন
• ওয়েলকাম
• কুইক ড্রাফ্‌ট
• ওয়ার্ডপ্রেস নিউজ
• একটিভিটি
• এট এ গ্লেন্স ইত্যাদি

ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে থাকা কুইক ড্রাফ্‌ট সেকশনের কাজ কী?

-কুইক ড্রাফ্‌ট সেকশন একটি মিনি পোস্ট এডিটর যার মাধ্যমে এডমিন ড্যাশবোর্ড থেকে কোনও কিছু লেখা,সেভ করা ও পোস্ট আকারে পাবলিশ করা যায়।এতে ড্রাফটের টাইটেল, বিষয় সম্পর্কে কিছু নোট ইত্যাদি লেখা যায় এবং ড্রাফ্‌ট হিসেবে সংরক্ষণ করা যায়।

ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে থাকা ওয়ার্ডপ্রেস নিউজের কাজ কী?
-ওয়ার্ডপ্রেস নিউজ উইজেট অফিশিয়াল ওয়ার্ডপ্রেস ব্লগ থেকে পাওয়া লেটেস্ট সফটওয়ার ভার্সন, আপডেট, সতর্কবার্তা,সংবাদ ইত্যাদি প্রদর্শন করে থাকে।

ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে থাকা ‘এট এ গ্লেন্স’ ব্যপারটা কী?
-এই সেকশনটি আমাদের ব্লগ পোস্টের সারসংক্ষেপ, পাবলিশকৃত পোস্টের সংখ্যা ও পেজ সংখ্যা,মন্তব্যের সংখ্যা ইত্যাদি নির্দেশ করে। যখন আমরা কোনও প্রদত্ত লিঙ্কে ক্লিক করি, তা আমাদের সংশ্লিষ্ট পেজে নিয়ে যায়। এটি চলমান ওয়ার্ডপ্রেসের সংস্করণ ও থিম সংস্করণ ইত্যাদিও প্রদর্শন করে থাকে।

ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে থাকা একটিভিটি উইজেট কী?
-একটিভিটি উইজেটে ব্লগ সম্পর্কে সাম্প্রতিক মন্তব্য, বর্তমান পোস্ট, সাম্প্রতিক পোস্ট ইত্যাদি থাকে। এটি আমাদেরকে কোনও মন্তব্য এলাউ করা, বা না করার-সুযোগ দিয়ে থাকে, মন্তব্যের উত্তর দেয়ার সুযোগ দেয়, মন্তব্যকে সম্পাদন, ডিলিট বা স্পাম হিসেবে বাদ দেয়ার সুযোগও দিয়ে থাকে এই উইজেট।

ওয়ার্ডপ্রেসের জেনারেল সেটিংএর কাজ কী?
-আমাদের সাইটের বেসিক কনফিগারেশন সেটিং সেট করতে ওয়ার্ডপ্রেসের জেনারেল সেটিং কাজে লাগে।

ওয়ার্ডপ্রেসের রাইটিং সেটিং কী?
-ওয়ার্ডপ্রেসের রাইটিং সেটিং লেখালেখির কাজ নিয়ন্ত্রণ করে আর ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজেশনের অপশন দিয়ে থাকে। এই সেটিং পোস্ট এডিটিং, পোস্ট টাইপ ও পোস্ট সংযুক্তির সাথে সংশ্লিষ্ট ফিচারগুলো নিয়ন্ত্রণ করে আর আরও কিছু অপশনাল ফাংশন যেমন রিমোট পাবলিশিং, ইমেইলের মাধ্যমে পোস্ট আর আপডেট সার্ভিস ইত্যাদিও নিয়ন্ত্রণ করে।

ওয়ার্ডপ্রেসের রাইটিং সেটিংএ পোস্ট ভায়া ইমেইল অপশনের ইউজ কী?

-এই অপশন আমাদের জন্য পোস্ট তৈরি করতে ইমেইল এড্রেস ব্যবহার করে ও আমাদের ব্লগে ইমেইল এড্রেস অনুসারে পাবলিশ করে। এটি ব্যবহারের জন্য আমাদের একটি গোপন ইমেইল একাউন্ট লাগবে পিওপি 3 এক্সেস সহ, এই এড্রেসে পাওয়া যে কোনও মেইল পোস্টেড হবে।

ওয়ার্ডপ্রেসের রিডিং সেটিং কী?
-ফ্রন্ট পেজের সাথে সম্পর্কিত কন্টেন্ট সেটিংএর জন্য রিডিং সেটিং ব্যবহৃত হয়। ফ্রন্ট পেজে কী কী পোস্ট দেখানো হবে তা এর মাধ্যমে আমরা নির্ধারণ করে দিতে পারি।

ওয়ার্ডপ্রেস রিডিং সেটিংএর মোস্ট রিসেন্ট ফিল্ডের সিন্ডিকেশন ফিডের কাজ কী?
-ইউজাররা যখন সাইটের ফিড ডাউনলোড করে তখন পোস্টের নাম্বার দেখতে পায়। বাই ডিফল্ট এটি ১০ এ সেট করা থাকে।

ওয়ার্ডপ্রেস রিডিং সেটিংএর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ফিল্ডের ব্যবহার সম্পর্কে বলুন?
-এটি সার্চ ইঞ্জিনকে এই সাইট লিপিবদ্ধ করতে বাধা দেয়, আপনার সাইট সার্চ ইঞ্জিনে উপেক্ষিত হয় এই প্রক্রিয়ায়।

ওয়ার্ডপ্রেস ডিসকাশন সেটিং কী?
-ব্লগার ও সাইটের ভিজিটরদের মধ্যকার সমন্বয়ের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ডিসকাশন সেটিংকে আমরা বিবৃত করতে পারি, এই সেটিং এডমিনের হাতে থাকে, ইউজারদের পোস্ট বা পেজের উপর নিয়ন্ত্রণ এটির উপর নির্ভর করে।

মিডিয়া সেটিংএর ব্যবহার কী?

-এটি সেইসব ইমেজের দৈর্ঘ্য ও প্রস্থ ঠিক করে দেয় যা আমরা আমাদের সাইটে ব্যবহার করতে যাচ্ছি।

পার্মালিঙ্ক সেটিং কী?
-পার্মালিঙ্ক হল নির্দিষ্ট কোনও ব্লগ পোস্ট বা ক্যাটাগরির জন্য স্থায়ী লিঙ্ক। এটি ডিফল্ট পার্মালিঙ্ক স্ট্রাকচার সেটিং করার সুযোগ দেয়। এটি আমাদের ওয়ার্ডপ্রেস পোস্টে পার্মালিঙ্ক সংযুক্ত করার সুবিধা দিয়ে থাকে।

প্লাগিন সেটিং কী?
-প্লাগিন সহজে ওয়ার্ডপ্রেস ব্লগ বা পোস্টের পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কারের সুবিধা দেয়। ওয়ার্ডপ্রেস প্লাগিন হল সফটওয়ার যা সাইটের ফাংশনালিটি বৃদ্ধির জন্য আপলোড করা হয়।এগুলো ওয়ার্ডপ্রেস ব্লগে সার্ভিস ও ফিচার সংযুক্ত করে।

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি কী?
-আমাদের সাইট ও গ্রুপ সম্পর্কিত পোস্টের সেকশন নির্দেশ করতে ক্যাটাগরি অপশন ব্যবহৃত হয়। এটি গ্রুপ কন্টেন্টকে বিভিন্ন সেকশনে বিভক্ত করে। এটি পোস্টগুলোকে অরগানাইজ করার খুব ফলপ্রসূ একটি উপায়।

ওয়ার্ডপ্রেস পোস্ট কী?
-পোস্ট মূলত আর্টিকেল, অনেক সময় এদের ব্লগ বা ব্লগ পোস্ট নামেও উল্লেখ করা হয়। এটি আমাদের ব্লগিং সাইটকে জনপ্রিয় করতে ব্যবহার করা হয়।

ওয়ার্ডপ্রেসে প্রিভিউ পোস্ট কী জিনিস?
-ইউজারদের কাছে পাবলিশড হওয়ার আগে কোনও পোস্ট দেখে নেয়ার জন্য প্রিভিউ পোস্ট ব্যবহৃত হয়। পোস্টের প্রিভিউ দেখে নেয়া ও সাইটে এটি কেমন দেখাবে তা জেনে নেয়া অনেক ভাল একটি উপায়।

ওয়ার্ডপ্রেসে পাবলিশ পোস্ট কী?
-সব ইউজার যেন কোনও পোস্ট দেখতে পারে এমনভাবে পোস্টটি পাবলিশ করার জন্য পাবলিশ অপশনটি ব্যবহৃত হয়।

মিডিয়া লাইব্রেরী কী?
-কোনও পোস্ট বা পেজে লিখার সময় আমরা যে ইমেজ, অডিও, ভিডিও বা ফাইল সংযুক্ত বা আপলোড করি তাদের সমন্বয়ে মিডিয়া লাইব্রেরী গঠিত হয়।

মিডিয়া লাইব্রেরীর গ্রিড ভিউ কী?
-এটি সব ইমেজকে গ্রিড ফরম্যাটে প্রদর্শন করে।

ওয়ার্ডপ্রেস সাইটে মিডিয়া ফাইলগুলো কীভাবে সংযুক্ত করা হয়?
-আমাদের পোস্ট বা পেজে লাইব্রেরী, লোকাল স্টোরেজ বা ইউআরএল থেকে মিডিয়া ফাইল ইনসার্ট করা হয়।

ওয়ার্ডপ্রেসে পেজ বলতে কী বুঝেন?
-পেজগুলো স্ট্যাটিক কন্টেন্ট, আর সাধারণত এর প্রদর্শিত তথ্যগুলো অপরিবর্তিত থাকে।

‘WYSIWYG এডিটর’ কী?

-‘WYSIWYG এডিটর’ অনেকটা ওয়ার্ড প্রসেসর ইন্টারফেসের মত, যেখানে আমরা আর্টিকেলের কন্টেন্ট এডিট করতে পারি।

পেজ এট্রিবিউট মডিউল কী?

-পেজ এট্রিবিউট মডিউল আমাদের পেজের মূল অংশ সিলেক্ট করার সুবিধা দিয়ে থাকে। পেজের অর্ডারও এই পদ্ধতিতে নির্ধারণ করা যায়।

ওয়ার্ডপ্রেসে ট্যাগ বলতে কী বোঝেন?

-মূল কন্টেন্ট বা পোস্টের সাথে লাগানো ছোট্ট তথ্যকনার মত বিষয় হল ট্যাগ, যা আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহৃত হয়। পোস্টটি কোন বিষয়ে, ভিজিটরদের তা জানানোই হল মূলত ট্যাগের কাজ। সুন্দরভাবে সজ্জিত ট্যাগ কন্টেন্টকে ঠিকমত খুঁজে বের করতে সাহায্য করে।

ট্যাগের ভিতরের স্লাগ ফিল্ডের কাজ কী?
-এটি ট্যাগ ইউআরএল নির্ধারণ করতে ব্যবহৃত হয়।

ওয়ার্ডপ্রেসে লিঙ্ক বলতে কী বোঝেন?
-এক রিসোর্সের সাথে অন্য রিসোর্সের কানেকশনই হল লিঙ্ক। ব্লগ বা পোস্টের মাঝে লিঙ্ক ব্যবহার করে অন্য পেজের সাথে যোগাযোগ সাধন করা যায়।

অ্যাডিং কমেন্ট অপশনের ব্যবহার সম্পর্কে বলুন?
-ভিজিটরদের যদি আমাদের অর্থাৎ সাইটের এডমিনের কাছে কোনও প্রশ্ন বা মতামত থাকে তাহলে অ্যাডিং কমেন্ট অপশন ব্যবহার করে সেটি সংযুক্ত করা হয়। এডমিনের মাধ্যমে এপ্রুভড হলে তা পরবর্তী পর্যায়ে আলোচনা হিসেবে প্রচারিত হতে পারে।

মোডারেট কমেন্ট কী?

-কোনও পোস্ট সম্পর্কে ভিজিটরের মন্তব্য সরাসরি পোস্ট করা হয় না, যতক্ষণ না সেটি এডমিনের মাধ্যমে এপ্রুভড হয়, এর মাধ্যমে স্পামিং থেকে রক্ষা পাওয়া যায়, একেই কমেন্ট মডারেশন প্রক্রিয়া বলে থাকে।

ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউটরের ভূমিকা কী?

-কন্ট্রিবিউটর পাবলিশের আগে পর্যন্ত পোস্ট লিখতে ও এডিট করতে পারবে। তারা নিজেদের মতামত ও মন্তব্য লিখতে পারবে কিন্তু পাবলিশ করতে পারবে না। তারা সাইটের স্ট্যাটাস দেখতে পারবে কিন্তু কোনও ইমেজ বা ফাইল আপলোড করতে পারবে না, কোনও পোস্ট পাবলিশ করার আগে তাদের রিভিউয়ের জন্য এডমিনিস্ট্রেটরের সাথে যোগাযোগ করতে হবে। এপ্রুভড হওয়ার পর কোনও কন্ট্রিবিউটর কোনও পরিবর্তন সাধন করতে পারবেন না তার পোস্টে।

ওয়ার্ডপ্রেসে থিম ম্যানেজমেন্ট বলতে কী বোঝেন?

-থিম বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে ওয়েবসাইটকে প্রদর্শন করে থাকে, এতে ইমেজ ফাইল, টেম্পলেট, সিএসএস স্টাইল শিট ইত্যাদি ব্যবহার করা যায় যা ওয়েবসাইটকে সুন্দরভাবে তুলে ধরতে সাহায্য করে।

থিম কাস্টমাইজ কী?
- থিম কাস্টমাইজেশন আমাদের সাইটকে নতুন লুক দিতে সাহায্য করে, এর মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ বা কালার, টাইটেল এবং এমন আরও অনেক কিছু পরিবর্তন করতে পারি।

উইজেট ম্যানেজমেন্ট কী?
-উইজেট হল ছোট ছোট ব্লক যা নির্দিষ্ট ফাংশন পারফর্ম করে। এরা ওয়ার্ডপ্রেস থিমে ডিজাইন ও স্ট্রাকচারের কন্ট্রোল আনে।
• এরা কন্টেন্ট ও ফিচার সংযুক্তিতে সহায়তা করে।
• এদের সহজে উইজেট এরিয়াতে ড্র্যাগ এন’ ড্রপ করা যায়।
• উইজেটগুলো বিভিন্ন থিমে বিভিন্ন হয়। সব থিমের জন্য এগুলো এক হয় না।

ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশনের ধাপগুলো বলুন?
-ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশনের ধাপগুলো হল,
উঁচু মানের ও অর্থপূর্ণ কন্টেন্ট,
ইমেজের সঠিক নাম,
কীওয়ার্ড সংবলিত সর্ট পারমালিঙ্ক ব্যবহার,
অপ্টিমাইজ করা থিম,
এক্সএমএল ফরম্যাটের সাইটম্যাপ
সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট সংযুক্ত করা,
ব্ল্যাক হ্যাট টেকনিক সম্পর্কে সতর্ক থাকা,
ট্রাস বক্স ডিলিট করা,
সাইটের স্ট্যাটিস্টিকস নিয়মিত চেক করা,
প্লাগিংস নিয়মিত চেক করা,
সঠিকভাবে সিএসএস ও জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা।

ওয়ার্ডপ্রেসে এডিটরের ভূমিকা কী?
-এডিটর সমস্ত পোস্ট, পেজ, কমেন্ট, ক্যাটাগরি, ট্যাগ, লিঙ্ক এসব সমস্ত কিছুতে বিচরণ করতে পারেন। তারা যে কোনও পোস্ট বা পেজ তৈরি, পাবলিশ, সম্পাদন বা ডিলিট করতে পারেন।

ওয়ার্ডপ্রেসে ফলোয়ারের ভূমিকা কী?

-ফলোয়ার কেবল পোস্ট পড়তে ও মন্তব্য করতে পারেন। ফলোয়াররা আপডেট পেতে আপনার সাইটে সাইন ইন করেছেন।

ওয়ার্ডপ্রেসে ভিউয়ারের ভূমিকা কী?

-ভিউয়ার কেবল পোস্ট দেখতে পারেন, আর মন্তব্য করতে পারেন, এডিট করতে পারেন না।

মিডিয়া ম্যানেজমেন্ট কী?
-এটি মিডিয়া ফাইল ও ফোল্ডার ব্যবস্থাপনার একটি টুল যার মাধ্যমে আমরা ওয়েবসাইটে মিডিয়া ফাইল আপলোড, অরগানাইজ ও ম্যানেজ করতে পারি।

মাল্টিলিঙ্গুয়াল কী?
-এটি সব কন্টেন্টকে ব্যবহারকারী নির্ধারিত ভাষায় অনুবাদ করতে ব্যবহৃত হয়।

ইউজার ম্যানেজমেন্ট কী?
-এটা ইউজারের তথ্য ও ধরণ নিয়ন্ত্রণ(ইউজার কি সাবস্ক্রাইবার, কন্ট্রিবিউটর, অথর নাকি এডমিনিস্ট্রেটর), চেঞ্জ বা ডিলিট করা, পাসওয়ার্ড ও ইউজার ইনফো চেঞ্জ করা ইত্যাদি করে থাকে। ইউজার ম্যানেজারের প্রধান কাজের মধ্যে পরে অথেনটিকেশন।
.

ওয়ার্ডপ্রেসের জন্য যে পিএইচপি কম্পেটিবিলিটি ব্যবহৃত হয় তা কী?
-পিএইচপি ৫.২ +

ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড কী?
-ওয়ার্ডপ্রেসে আমরা এডমিনিস্ট্রেটিভ এরিয়ায় লগ ইন করলে যে অংশটায় প্রথম ঢুকি সেটিই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, এখানে পুরো সাইটের ওভারভিউ দেয়া থাকে। ব্লগে কি হচ্ছে না হচ্ছে,এর সমস্ত গেজেট,তথ্য ইত্যাদিও এখান থেকে পাওয়া যাবে।কুইক ড্রাফ্‌ট, কমেন্ট রিপ্লাই এরকম কিছু কুইক লিঙ্ক ব্যবহার করে আমরা ব্লগের বিভিন্ন বিষয়ে জড়িত থাকতে পারি এই ড্যাশবোর্ডের মাধ্যমে।

ওয়ার্ডপ্রেসের ডিসকাশন সেটিংএর এভাটার ফিল্ডের কাজ কী?
-এভাটার একটি ছোট ইমেজ যা ড্যাশবোর্ড স্ক্রিনের উপরে ডান পাশে থাকে, এটি মুলত প্রোফাইল পিকচারের মত বিষয়।

ওয়ার্ডপ্রেসের জেনারেল সেটিংএর এড্রেস ফিল্ডের কাজ কী?
-এটি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির ইউআরএল যাতে সব কোর এপ্লিকেশনগুলো থাকে।

ওয়ার্ডপ্রেস রাইটিং সেটিংএর মেইল সার্ভারের কাজ কী?
-ওয়ার্ডপ্রেসে আমরা যে মেইল পাঠাই তা পড়া ও রিট্রিভালের জন্য সংরক্ষণ করার সুযোগ দেয় এই সেটিং। এর জন্য পিওপি 3 এক্সেস সহ ইমেইল সার্ভার লাগবে যার mail.example.com টাইপের এড্রেস থাকবে, যা আমাদের এখানে প্রবেশ করাতে হবে।

ইম্পোরটার কী?
-এটি পোস্ট আকারে ডাটা ইম্পোরট করতে দেয়, কাস্টম ফাইল, কমেন্ট, পোস্ট পেজ ও ট্যাগ ইম্পোরট করে।
________________________________________

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%83-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89%e0%a7%9f/

Leave a Reply