এসকিউয়েল দিয়ে ডেটাবেস তৈরী (SQL Database Creation Tutorial in Bangla) :

এসকিউয়েল দিয়ে ডেটাবেস তৈরী (SQL Database Creation Tutorial in Bangla) :

MySQL এ কাজ শুরুর আগে একটা ডেটাবেস তৈরী করে নিতে হবে। CREATE DATABASE এই স্টেটমেন্ট দিয়ে একটি ডেটাবেস তৈরী করতে হয়। XAMPP চালু করুন এবং ব্রাউজার খুলে এর এড্রেসবারে লিখুন http://localhost/ লিখে এন্টার দিন এবার এখানে বামদিকে নিচে Tools এর অধীনে phpMyadmin এ ক্লিক করুন সবশেষে SQL ট্যাবে ক্লিক করুন।

এখানে লিখুন “CREATE DATABASE designer” এবং go বাটনে ক্লিক করুন ব্যাস একটা ডেটাবেস তৈরী হয়ে গেল। এবার বাম দিকে দেখুন designer নামে একটা ডেটাবেস আসছে। আপনি চাইলে SQL ট্যাবে না গিয়ে সরাসরি "Databases" (SQL ট্যাবের বামে) ট্যাব থেকে একটি নতুন ডেটাবেস তৈরী করতে পারেন। Databases ট্যাবে গেলে "Create database" ফিল্ডে ডেটাবেসের কাংখিত নামটি দিয়ে "Create" বাটনে ক্লিক করতে হবে।

ধন্যবাদ।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%a4%e0%a7%88/

Leave a Reply