এসকিউএল টিউটোরিয়াল . SQL Tutorial

এসকিউএল টিউটোরিয়াল
Sheikh Mahfuzur Rahman

এসকিউএল(SQL) হলো ডাটাবেজগুলোতে প্রবেশ বা অ্যাক্সেস করার জন্য একটি প্রোগ্রামিং ভাষা। যারা ওয়েব ডেভলাপার হতে চান তাদের জন্য এসকিউএল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ। আমাদের টিউটোরিয়ালগুলো আপনাকে এসকিউএল এর যথাযথ ব্যবহার শেখাবে যাতে আপনি এই ভাষাটি ব্যবহার করে মাইএসকিউএল(MySQL), এসকিউএল সার্ভার(SQL Server), মাইক্রোসফট অ্যাক্সেস(Access), ওরাকল(Oracle), সিবেইজ(SyBase), ডিবিটু(DB2) এবং অন্যান্য ডাটাবেজ সিস্টেমে প্রবেশ এবং ডাটা মেন্যুপিউলেট করতে পারেন।

প্রত্যেক অধ্যায়ের উদাহরণসমূহঃ
আমাদের অনলাইন এসকিউএল এডিটরের মাধ্যমে আপনি এসকিউএল স্টেইটমেন্ট এডিট করতে পারবেন এবং একটি বাটনে ক্লিক করে তার ফলাফল জানতে পারবেন।

এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তা বুঝার জন্য উপরের ট্রাই ইট ইউরসেলফ(Try It Yourself) বাটনে ক্লিক করুন।

এখনই এসকিউএল শেখা শুরু করুন!

এসকিউএল কুইজ টেস্ট
আমাদের সাইটের এসকিউএল কুজ টেস্টে অংশ নিয়ে আপনার এসকিউএল দক্ষতা যাচাই করুন!

এসকিউএল কুইক রেফারেন্স
নিচের লিংকটিতে আছে একটি এসকিউএল কুইক রেফারেন্স। এটি প্রিন্ট করে নিন এবং আপনার সাথে রাখুন!

এসকিউএল ডাটা টাইপ
মাইক্রোসফট অ্যাক্সেস, মাইএসকিউএল এবং এসকিউএল সার্ভার এর ডাটা টাইপ ও রেঞ্জগুলো সম্পর্কে ধারণা পেতে নিচের লিংকে ভিজিট করুন।

তাছাড়া আপনার এসকিউএল দক্ষতার স্বীকৃতি পেতে এবং পেশাগতভাবে সেটিকে কাজে লাগাতে আমাদের অনলাইন পরীক্ষাগুলোতে অংশ নিন!

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%95%e0%a6%bf%e0%a6%89%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-sql-tutorial/

Leave a Reply