এজাইল পদ্দতিতে সম্পাদিত (done) এর সংজ্ঞাঃ The definition of done for User Story, Iteration, and Release

রিদওয়ান বিন শামীম

 

ইউজার স্টোরি, পুনরাবৃত্তিক ধাপ ও রিলিজের ক্ষেত্রে সম্পাদিত (done) এর সংজ্ঞা নিচে দেয়া হল,

ইউজার স্টোরি

ইউজার স্টোরি হল এক ধরনের রিকোয়ারমেন্ট যা ব্যবহারকারীর সহজাত বর্ণনায় কয়েক লাইনে বিবৃত হয় ও একটি পুনরাবৃত্তিক ধাপে সম্পন্ন হয়। একটি ইউজার স্টোরি তখনই সম্পন্ন বা ডান(done) হবে যখন

  • সংশ্লিষ্ট সব কোড অন্তর্ভুক্ত হয়েছে,
  • সব ইউনিট টেস্ট কেস পার হয়েছে,
  • সব এক্সেপ্টেন্স টেস্ট কেস পার হয়েছে,
  • হেল্প টেক্সট লেখা হয়েছে,
  • প্রোডাক্ট ওনার স্টোরিটাকে গ্রহণ করেছে।

পুনরাবৃত্তিক ধাপ

পুনরাবৃত্তিক ধাপ হল নির্দিষ্ট সময়ের ফ্রেমে ইউজার স্টোরির কালেকশন, সমস্যা ও গ্রহণযোগ্যতার সমন্বয় যা উৎপাদনের থেত্রে বিবেচিত হবে। এই পুনরাবৃত্তিক ধাপগুলো বিবৃত হয় তখন, যখন পুনরাবৃত্তিক ধাপের পরিকল্পনা, খসড়া ও রিভিউ মীটিং করা হয়। একে স্প্রিন্টও বলা হয়। একটি পুনরাবৃত্তিক ধাপ সম্পন্ন হয় তখন যখন এই কাজগুলো সম্পন্ন হয়ে থাকেঃ

  • প্রোডাক্ট ব্যাকআপ সম্পন্ন
  • পারফর্মেন্স পরীক্ষিত
  • ইউজার স্টোরিগুলো গৃহীত ও পরবর্তী ধাপে পাঠানো হয়ে গেছে
  • ত্রুটি  সারানো হয়ে গেছে অথবা পরবর্তী ধাপের জন্য স্থগিত করা হয়েছে

রিলিজ

রিলিজ একটি বড় মাইলস্টোন যা প্রকল্পের আভ্যন্তরীণ বা বাইরে উৎপাদন, টেস্টকৃত ভার্সন ইত্যাদি বোঝায়। একটি রিলিজ তখনি সম্পন্ন হবে যখন,

  • সিস্টেমে স্ট্রেস টেস্ট করা হয়ে গেছে,
  • পারফর্মেন্স যাচাই করা হয়েছে,
  • সিকিউরিটি ভ্যালিডেশন হয়ে গেছে,
  • দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা যাচাই করা হয়েছে।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4-done/

Leave a Reply