এজাইলঃ ডেইলি স্ট্যান্ডআপ । Agile Daily Stand Up

রিদওয়ান বিন শামীম

 

ডেইলি স্ট্যান্ডআপ হল এজাইল টিমের সকল সদস্যদের মধ্যে দৈনিক স্ট্যাটাস মীটিং। এটি কাজের রেগুলার আপডেটই কেবল দেয় না বরং সব সদস্যের সমস্যাগুলোকে সামনে আনে যার ফলে এগুলো সমাধান করা সহজ হয়। ডেইলি স্ট্যান্ডআপ এজাইল টিমের একটি অবশ্য করনীয় কাজ, এবং সবসময় এর চর্চা দরকার, তা যেভাবেই এজাইল টিমের গঠন হয়ে থাক না কেন।

 

ডেইলি স্ট্যান্ডআপ আসলে কী

এটি মূলত এজাইল টিমের সকল সদস্যদের মধ্যে দৈনিক স্ট্যাটাস মীটিং আর সাধারণত ১৫ মিনিট স্থায়ী হয়। প্রত্যেক সদস্যকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হয়,

  • আমি গতকাল কী করেছি?
  • আগামীকাল কী করছি?
  • কোনও বাধা বিপত্তি আছে কিনা

ডেইলি স্ট্যান্ডআপ মূলত স্ট্যাটাস আপডেটের জন্য, এতে আলোচনা তেমন হয় না। আলোচনার জন্য ভিন্ন সময়ে ভিন্ন মীটিঙের ব্যবস্থা করতে হয়। সাধারণত অংশগ্রহণকারীকে দাঁড়িয়ে কথা বলতে হয়, এজন্য মোটামুটি দ্রুতই এই মীটিং শেষ করা হয়।

 

ডেইলি স্ট্যান্ডআপ কেন গুরুত্বপূর্ণ

এজাইল ডেইলি স্ট্যান্ডআপের কিছু সুবিধা আছে,সেগুলো হল,

  • টিম দৈনন্দিন অগ্রযাত্রা সম্পর্কে অবহিত থাকে, পর্যায়বৃত্তিক ধাপের প্ল্যানমত কাজ এগুচ্ছে কিনা তা জানা যায়
  • প্রত্যেক সদস্য তার লক্ষ্য সম্পর্কে বাকিদের জানায়
  • কোনও বিলম্ব বা বাধা থাকলে তা দৃশ্যমান হয়

 

ডেইলি স্ট্যান্ডআপে কে কে থাকেন

  • স্কাম মাস্টার, প্রোডাক্ট ওনার, ডেলিভারি টিম দৈনিক ভিত্তিতে উপস্থিত থাকেন
  • অংশীদার ও গ্রাহকদের উপস্থিত থাকতে উৎসাহিত করা হয়
  • প্রত্যেক সদস্যের অনুসন্ধান ও সমস্যার বিষয়ে নোট নেয়ার দায়িত্ব স্কাম মাস্টারের

 

ভৌগলিকভাবে বিচ্ছুরিত টিমের ক্ষেত্রে

ডেইলি স্ট্যান্ডআপ বিভিন্নভাবে হতে পারে, ভিন্ন টাইম জোনে অবস্থিত সদস্যদের জন্য যা করনীয়ঃ

  • রোটেশনভিত্তিক একজন সদস্য নির্বাচন করতে হবে যে ভিন্ন টাইম জোনে অবস্থিত সদস্যদের নিয়ে মীটিং করতে পারবে
  • প্রতি টিমের জন্য ভিন্ন স্ট্যান্ডআপ মীটিঙের আয়োজন করা এবং রেলি, শেয়ার পয়েন্ট বা উইকির মত মাধ্যমে স্ট্যাটাস আপডেট রাখা,
  • অনেক ধরনের কমুনিকেশন টুল প্রস্তুত রাখা ইত্যাদি।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%83-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%86%e0%a6%aa/

Leave a Reply