এইচটিএমএল এর ভিত্তি এর উদাহরন

Paste the translated text here
এইচটিএমএল এর ভিত্তি এর উদাহরন
ভয় পাবার কারন নেই যদি এই উদাহরন গুলো আপনি না শিখে থাকেন । আপনি পরবর্তী অধ্যায় এ শিখতে পারবেন ।
________________________________________
এইচটিএমএল উপাত্ত
সকল এইচটিএমএল দলিল একটি ঘোষণা দিয়ে শুরু হবে <!DOCTYPE html>.
এইচটিএমএল দলিল নিজে নিজেই এটা দিয়ে শুরু হয় <html> এবং শেষ হয় </html>.
এইচটিএমএল এর দৃশ্যমান অংশ গুলো <body> and </body> এর মধ্যে হয় ।
উদাহরন
<!DOCTYPE html>
<html>
<body><h1>My First Heading</h1>

<p>My first paragraph.</p>

</body>
</html>

Try it Yourself »

________________________________________
এইচটিএমএল শিরনাম
এইচটিএমএল শিরোনাম <h1> থেকে <h6> পর্যন্ত যুক্ত করে সংজ্ঞায়িত করা হয় ।
উদাহরন
<h1>This is a heading</h1>
<h2>This is a heading</h2>
<h3>This is a heading</h3>

Try it Yourself »

________________________________________
এইচটিএমএল অনুচ্ছেদ
HTML অনুচ্ছেদ এভাবে দেখান হয় <p> ।
উদাহরন
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>

Try it Yourself »

________________________________________
এইচটিএমএল লিংক
এইচটিএমএল লিংক গুলো এভাবে দেখান হয় <a>
উদাহরন
<a href="http://bangla.salearningschool.com">This is a link</a>

Try it Yourself »
লিংক ঠিকানা টি এভাবে আরোপ করা হয় href ।
এইচটিএমএল এর তথ্যগুলো অতিরিক্ত তথ্য দেবার জন্য ব্যাবহার করা হয় ।
________________________________________
এইচটিএমএল ছবি
এইচটিএমএল ছবি গুলো এভাবে যুক্ত করে দেখান হয় <img>
উৎস ফাইল গুলো (src), বিকল্প লেখা (alt), এবং আকার (লম্বা এবং আড়াআড়ি) এভাবে আরোপ করা হয়
উদাহরন
<img src="w3schools.jpg" alt="W3Schools.com" width="104" height="142">

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6/