এইচটিএমএল অনুচ্ছেদ. HTML Paragraphs

Paste the translated text here
এইচটিএমএল অনুচ্ছেদ
________________________________________
এইচটিএমএল তথ্য গুলো অনুচ্ছেদ আকারে দেয়া হয়
________________________________________
এইচটিএমএল অনুচ্ছেদ
এইচটিএমএল <p> উপাদান গুলকে অনুচ্ছেদ বলে ।
উদাহরন
<p> এটা একটা অনুচ্ছেদ </p>
<p> এটা আরেকটা অনুচ্ছেদ </p>
ব্রাউজার সয়ংক্রিয় ভাবে শূন্য যাইগা যোগ করে দিবে অনুচ্ছেদ এর আগে ও পরেএইচটিএমএল দেখুন
আপনি নিশ্চিত হতে পারবেন না কিভাবে এইচটিএমএল অনুচ্ছেদ দেখান হবে ।
ছোট অথবা বড় পর্দা এবং আকার পরিবর্তন করা উইন্ডোজ গুলো আলাদা আলাদা দেখাবে ।
এইচটিএমএল দিয়ে আপনি বাইরের জিনিস পরিবর্তন করতে পারবেন না, অথবা অতিরিক্ত ফাকা যাইগা অথবা বেশি সারি রেখে এইচটিএমএল সুত্র এর মাধ্যমে ।
আপনার ব্রাউজার টি পেজ দেখানোর সময় অতিরিক্ত ফাকা জাইগা অথবা সারি মুছে ফেলবে ।
যেকোনো ফাকা জাইগা অথবা ফাকা সারি একটা ফাকা জাইগা হিসেবে ধরা হবে ।
উদাহরন
<p>
এই অনুচ্ছেদটাতে অনেক ফাকা জাইগা আছে কিন্তু ব্রাউজার সেটা গণ্য করবে না

</p>

<p>
এই অনুচ্ছেদটাতে অনেক ফাকা জাইগা আছে কিন্তু ব্রাউজার সেটা গণ্য করবে না

________________________________________
কখনোই শেষ এ ট্যাগ যুক্ত করতে ভুলবেন না ।
অধিকাংশ ব্রাউজারই এইচটিএমএল সঠিকভাবে দেখাবে যদিও আপনি শেষে ট্যাগ যুক্ত করতে ভুলে গিয়ে থাকেন ।
উদাহরন
<p> এটি একটি উদাহরন
<p> এটা আরেকটা উদাহরনTry it Yourself »
উদাহরন গুলো মোটামুটি সবগুল ব্রাউজার এই কাজ করবে কিন্তু এর উপর নির্ভরশীল হওয়া যাবে না ।
শেষে ট্যাগ যুক্ত করতে ভুলে গেলে অনাকাঙ্ক্ষিত ভুল ফলাফল দেখাবে ।
এইচটিএমএল এর উন্নত ভার্সন গুলো যেমন একসএইচটিএমএল আপনাকে শেষে ট্যাগ যুক্ত না করা গ্রহন করবে না ।

এইচটিএমএল লাইন ভাঙা
এইচটিএমএল <br> গুলকে লাইন ভাঙা বলে ।
<br> ব্যাবহার করুন যদি আপনি লাইন ভাঙতে চান নতুন অনুচ্ছেদ শুরু না করেই ।
উদাহরন
<p>This is<br>a para<br>graph with line breaks</p>
নিজে চেষ্টা করুণ
<br> এই উপাদানটি এইচটিএমএল শূন্য উপাদান । এখানে কোন ট্যাগ নেই ।
________________________________________

কবিতার সমস্যা
উদাহরন
<p> এই কবিতাটি এক সারিতে দেখাবে </p>

<p>

বনি সাগরে শুয়ে থাকে
বনি নদিতে শুয়ে থাকে
বনি সাগরে শুয়ে থাকে
ওহ বনিকে আমার কাছে এনে দাও

</p>

নিজে চেষ্টা করুন
________________________________________
এইচটিএমএল <pre> উপাত্ত
এইচটিএমএল <pre> উপাত্ত গুলো আগে থেকে ঠিক করা লেখা বোঝায় যেখানে সঠিক ফাকা যাইগা ও সারি আছে ।
যে কোন কিছু দেখাতে হলে , সঠিক ফাকা যাইগা ও লাইন ভাঙ্গার আপনাকে লেখাটিকে মুড়ে ফেলতে হবে <pre> ।
উদাহরন
<p> এটা কবিতার মত দেখাবে </p>

<pre>

বনি সাগরে শুয়ে থাকে
বনি নদিতে শুয়ে থাকে
বনি সাগরে শুয়ে থাকে
ওহ বনিকে আমার কাছে এনে দাও

</pre> নিজে চেষ্টা করুন
________________________________________
আপনার অভিজ্ঞতা থেকে যাচাই করুন
অভিজ্ঞতা ১ অভিজ্ঞতা ২ অভিজ্ঞতা ৩
________________________________________
এইচটিএমএল ট্যাগ এর সুত্র
W3Schools' ট্যাগ সুত্র এইচটিএমএল নিয়ে অতিরিক্ত তথ্য আরোপ করে

ট্যাগ বর্ণনা
<p>
অনুচ্ছেদ কে বোঝায়
<br>
একটি লাইন ভাঙা বোঝায়
<pre>
আগে থেকে করা লেখা বোঝায়

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%8f%e0%a6%87%e0%a6%9a%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6-html-paragraphs/