ইউন্ডোজ ১০ রিলিজ ও কিছু অজানা তথ্য

Mr_An

প্রিয় পাঠক, সবাই ভালো আছেন আশা করি।

ইতিমধ্যে হয়তো সবাই জেনে গেছেন ইউন্ডোজ ডেভেলপার মাইক্রোসফট তাদের আইকনিক অপারেটিং সিস্টেমের ফাইনাল ইউন্ডোজ ১০ রিলিজ করছে জুলাই এর ২৯ তারিখ। আর সবথেকে খুশির খবর হল ইউন্ডোজ ১০ পাওয়া যাবে বিনামূল্যে

হ্যা আপনি ঠিক পড়ছেন আর আমিও ঠিকই লিখছি, ইউন্ডোজ ১০ পাওয়া যাবে বিনামূল্যে।

এক বছরের জন্য ইউন্ডোজ ১০ বিনামূল্যে আপডেট করা যাবে। কিন্তু এই সুবিধা শুধু তারাই পাবে যারা ইউন্ডোজ ৭,৮ ও ৮.১ এর যেকোনো ভার্সন ক্রয় করে ব্যবহার করছেন।

শুধু তাই নয়, গ্রাহক যাতে সহজে ইউন্ডোজের আপডেট পায়, সেজন্য মাইক্রোসফট কিছু নতুন পদ্ধতি ব্যবহার করবে ।

মাইক্রোসফটের এই নতুন পদ্ধতিতে বিভিন্ন সোর্সে উইন্ডোজ ১০ এর আপডেট দেবে, তাতে করে ইউজাররা অতিদ্রুত আপডেট গুলো পাবে। মাইক্রোসফট সার্ভার এবং লোকাল সার্ভার থেকে রিলিজকৃত আপডেট গুলো পাওয়া যাবে।

এই বছরে উইন্ডোজ ১০ রিলিজের পর, শোনা যাচ্ছে মাইক্রোসফট রেডস্টোন নামক নতুন আপডেটের জন্য কাজ শুরু করবে যা ২০১৬ নাগাদ রিলিজ করা হবে। নতুন ওই আপডেট রিলিজের মাধ্যমে ধারনা করা হচ্ছে উইন্ডোজ ১০ আরও অধিক ডিভাইস সাপোর্ট করতে সক্ষম হবে।

তো আপনারা সবাই তৈরি তো ইউন্ডোজ ১০ এর স্বাদ নেওয়ার জন্য।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8b%e0%a6%9c-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9c-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%85%e0%a6%9c/

Leave a Reply