ইউনিক্স টিউটোরিয়াল (Unix Tutorial)

লেখকঃ সৈয়দআহমেদ অনুবাদঃ মতিউর রহমান।

ইউনিক্স টিউটোরিয়াল

UNIX হচ্ছে উইন্ডোজ সেভেন/এইট এর মত একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম যা একই সময়ে একাধিক ব্যবহারকারীর কাছ থেকে কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে। এই অপারেটিং সিস্টেমটি প্রায় ১৯৬৯ সালে (AT&T Bell) এটি&টি বেল ল্যাবস এ কেন থম্পসন এবং ডেনিস রিটছি নামক দুই বাক্তির দ্বারা সুচনা ঘটে। সম্মানিত পাঠক এই টিউটোরিয়ালটি নতুনদের জন্য প্রস্তুত করা হয়েছে যেখানে তারা বেসিক থেকে এডভান্স ইউনিক্স কমান্ড,ইউনিক্স শেলস্ক্রিপ্টিং এবং বিভিন্ন ইউটিলিটি ইত্যাদি মৌলিক ধারনা নিতে পারবে। তবে এটা জানার জন্য আপনার কিছু কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে সামান্য জ্ঞান থাকতে হবে আমি ধরে নিচ্ছি আপনার সেটা আছে। আপনার বিভিন্ন কম্পিউটার অপারেটিং সিস্টেম এর উপর যে ধারনা আছে সেটা আপনাকে এই টিউটোরিয়াল দেয়া বিভিন্ন এক্সেরসাইজ বুঝতে সাহায্য করবে।

 

ইউনিক্স শেলপ্রোগ্রামসমূহ

আপনি ইউনিক্স/লিনাক্স মৌলিক কমান্ড এবং শেলস্ক্রিপ্ট শিখতে আগ্রহী কিন্তু আপনার পিসিতে সেট আপ দেয়া নেই বা এই প্রোগ্রামটি আপনার কাছে নেই তাহলে চিন্তার কোন বিষয় নেই আপনি চাইলে এখনি compileonline.com এর ডেডিকেটেড সার্ভার থেকে হেল্প নিতে পারেন, যা একেবারেই বিনামূল্যে এবং যে কোন সময় নিতে পারবেন। পরবর্তী টিউটোরিয়াল এর জন্য নেক্সট পেজ ভিসিট করুন। ধন্যবাদ

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b2-unix-tutorial/

Leave a Reply