আসুন আমরা একটি খুব ছোট এবং খুবই সহজ একটি প্রোগ্রাম দেখি

NAME-Mohammad Raihan
JAVA:
আসুন আমরা একটি খুব ছোট এবং খুবই সহজ একটি প্রোগ্রাম দেখি।প্রোগ্রামটার কাজ হল ২টা সংখা ইনপুট নিবে এবং তাদের আউটপুট দেখাবে।কিন্তু ইনপুট আর আউটপুট এর কাজ পুরোটা হবে গ্রাফিকাল ইউসার ইন্টারফেসেঃ
import javax.swing.*;
public class google {

public static void main(String[] args)
{
String fn=JOptionPane.showInputDialog("Enter your 1st number");
String sn=JOptionPane.showInputDialog("Enter your 2nd number");
int x=Integer.parseInt(fn);
int y=Integer.parseInt(sn);
int z=x+y;
JOptionPane.showMessageDialog(null,"Your reslut is:" +z);

}
}
এখানে একেবারে শুরুতে swing কে ইম্পর্ট করা হয়েছে।পরে মেইন ফাংশন এর ভিতরে ২টি নাম্বার ইনপুট হিসাবে নেওয়া হয়েছে। কিন্তু খেয়াল করলে দেখবেন যে আমরা ২ স্ট্রিং ইনপুট হিসাবে নিয়েছি। এবার আসুন এদেরকে ইন্টিজারে কনভার্ট করি।ইন্টিজারে কনভার্ট শেসে এদেরকে যোগ করে এর মান z এর ভিতর রাখা হল।সবশেষে একে আউটপুট করা হল।

এখানে আপনি আপনার যে নাম্বারটি দিতে চান দেন তারপর ok তে ক্লিক করলে আরেকটি উইন্ডো আসবেঃ

আরেকটি নাম্বারদিন এবং ওকে করুন। দেখবেন তাদের ফলাফল আউটপুট এ দেখাচ্ছেঃ

http://www.sitestree.com

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%96%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82/