আমরা এ অধ্যায়ে HTML Attribute সম্পর্কে আলোচনা করব। HTML Attributes

আমরা এ অধ্যায়ে HTML Attribute সম্পর্কে আলোচনা করব। Attribute মূলত HTML element সম্পর্কে অতিরিক্ত তথ্য (information) প্রদান করে। Attribute সর্বদা start tag এর মাধ্যমে চিহ্নিত হয়। HTML Document এ Attribute প্রকাশ হয় এভাবে name= “value”। নিম্নে HTML এ ব্যবহৃত কিছু Attributes এর list তুলে ধরা হল-

 

Attribute(বৈশিষ্ট্য) Description(বর্ণনা)
Alt Image এর alternative text কে চিহ্নিত করে এই Attribute।
Disabled কোন input element কে নিষ্ক্রিয়(disable)করতে একে ব্যবহার করা হয়।
Herf কোন link এর web address কে চিহ্নিত করে।
Id এর দ্বারা element এর identification name বোঝায়।তবে প্রতিটি web page এর id একই রকম হওয়া যাবে না।
Src Image এর source URL(web address)কে উল্লেখ করে।
Style Element এর style(শৈলি)কে তুলে ধরা হয় এর মাধ্যমে।
Title Element এর অতিরিক্ত তথ্য নির্দেশ করতে একে ব্যবহার করা হয়।যেমন-

<p title=” salearningschool.com সম্পর্কে ”>

Salearningschool.com একটি web developer site । এটি web developing সম্পর্কে বিভিন্ন ধরণের Tutorial প্রদান করে।

</p>

এই উদাহরণে <p> element এর attribute হল Title এবং এর value হল salearningschool.com।

Value এর দ্বারা Document এ অবস্থিত element এর বিষয়বস্তুকে নির্দেশ করা হয়।
Width, Height Document এ ব্যবহৃত image এর size কে এই attribute দ্বারা প্রকাশ করা হয়।
Lang Element এর language (ভাষা) কে উল্লেখ করা হয় এর মাধ্যমে।
Translate যদি কিনা কোন element এর বিষয়বস্তু translate করার প্রয়োজন হয় তখন এই attribute ব্যবহৃত হয়।
Class কোন element এর এক বা একাধিক css class কে প্রকাশ করা হয় এর দ্বারা।
Hidden কোন element নেই অর্থে এটি ব্যবহৃত হয়য়।
Spell check এর দ্বারা কোন element এর বানান ও ব্যকরণ ঠিক আছে কিনা পরীক্ষা করা হয়।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%8f-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-html-attribute-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87/