আপনার ওয়েব পেজ এ যেভাবে JQuery ব্যবহার/Install করবেন । Installing JQuery Library

আপনার ওয়েব পেজ এ যেভাবে JQuery ব্যবহার/Install করবেন । Installing JQuery Library ।
Name: Md. Ariful Islam. Edited by Sayed Ahmed
============================================
আপনার ওয়েব সাইটে jQuery ব্যবহার করার জন্য বেশ কিছু উপায় আছে।যেমন:
*JQuery.com থেকে jQuery লাইব্রেরি ডাউনলোড করে ব্যবহার করা।
*অথবা, CDN (Content Delivery Network) থেকে jQuery ব্যবহার করা। কিছু CDN যেমন: গুগল, মাইক্রোসফট এর CDN

jQuery ডাউনলোড করে ব্যবহার-
…………………………………………………
ডাউনলোড করার জন্য jQuery এর দুটি সংস্করণ পাওয়া যায়। সেগুলি হল:
১. Production সংস্করণ।-এটা minified version এটাকে সংকুচিত/compressed করা হয়েছে, কারণ এটা আপনার লাইভ ওয়েবসাইট এ ব্যবহার করার জন্য।এটা জায়গা কম নেয় এবং দ্রুত লোড হয় ।
২. Development সংস্করণ।-এটা পরীক্ষামূলক ব্যবহার করার জন্য এবং এটা একটা পাঠযোগ্য কোড। এটার বিস্তারিত আমরা পরবর্তীতে জনবো। আপনি ডেভেলপ করার সমই আএই ভারসন ব্যবহার করে কোড ডিবাগ করতে পারবেন।

দুটি সংস্করণই jQuery.com থেকে ডাউনলোড করা যাবে।

JQuery লাইব্রেরি একটি একক জাভাস্ক্রিপ্ট ফাইল।

আপনার ডাউনলোড করা jQuery ফাইলটি একই ডিরেক্টরির/folder এর মধ্যে রাখুন। তারপর HTML Script tag ব্যবহার করে HTML file থেকে jquery library কে পয়েন্ট করুন।

 

<head>
<script src="jquery-1.11.1.min.js"></script>
</head>

------

CDN থেকে কিভাবে JQuery ব্যবহার করবেন

 

Google CDN:

<head>
<script src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.11.1/jquery.min.js"></script>
</head>

Microsoft CDN:

<head>
<script src="http://ajax.aspnetcdn.com/ajax/jQuery/jquery-1.11.1.min.js"></script>
</head>

গুগল বা মাইক্রোসফট থেকে হোস্ট থেকে jQuery ব্যবহার করার বড় সুবিধা হল:

অনেকেই হইত CDN থেকে ইতিমধ্যে JQuery ডাউনলোড করেছে যখন অন্য ওয়েবসাইট ব্রাউজ করেছে। সেহেতু তাদের কম্পিউটারে আপনার ওয়েবসাইট তারাতারি লোড হবে কারন JQuery তাদের cache থেকে লোড হবে। ব্যবহারকারী অন্য সাইট ভিজিট করার সময় যখন গুগল বা মাইক্রোসফট থেকে jQuery ডাউনলোড করে তখন তা তার browser এর cache তে থাকে । পরবর্তীতে অন্য কোন jQuery সাইট ভিজিট করলে website টি cache থেকে jquery ডাটা নিয়ে খুব দ্রুত লোড হয়।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%8f-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-jquery-2/