আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ কিভাবে পেজ নাম্বার দিতে হয় তা শিখবো। How to insert page numbers in MS-Word 2007

বর্তমানে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের দৈনন্দিন কাজের একটা অংশ হয়ে গেছে। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ কিভাবে পেজ নাম্বার দিতে হয় তা শিখবো।
লেখকঃ আমিনুল ইসলাম (Aminul Islam)

প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে প্রয়োজনীয় লেখা শেষ করার পর হোম(Home) এর পাশে লেখা ইন্সারট(Insert)বাটন এ ক্লিক করতে হবে। এরপর হেডার এন্ড ফুটার(Header & Footer) লেখা অংশের মধ্যে পেজ নাম্বার(Page Number) লেখা বাটনে ক্লিক করার পর পেজ নাম্বার দেয়ার বিভিন্ন স্টাইল চলে আসবে। আপনি নিজের ইচ্ছামত যেকোনরকমের স্টাইল ব্যাবহার করতে পারেন। আপনি চাইলে উপরে, মার্জিন বা যেকোন দিকে পেজ নাম্বার দিতে পারেন তবে সবচেয়ে বহুল ব্যবহৃত পেজ নাম্বার দেয়ার ধরণ হচ্ছে পেজের ঠিক শেষের দিকে দেয়া। নিজের পছন্দমত স্টাইল সিলেক্ট করার পরপরই সব পেজে সিলেকশন অনুযায়ী পেজ নাম্বার চলে আসবে।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%9f-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/