অ্যাপ এম এল টিউটোরিয়াল (AppML Tutorial)

রিদওয়ান বিন শামীম

 

অ্যাপ এম এল কি?

এপ্লিকেশন মডেলিং ল্যাঙ্গুয়েজকে অ্যাপ এম এল দ্বারা প্রকাশ করা হয়। অ্যাপ এম এল যেকোনো এইচটিএমএল পেজে চলতে পারে, কোনও ইন্সটলেশনের প্রয়োজন নেই। অ্যাপ এম এল কয়েকটি মাধ্যম থেকে ডাটা এইচটিএমএল পেজে আনতে ব্যবহৃত হয়,

  • অবজেক্ট থেকে
  • ফাইল থেকে
  • ডাটাবেস থেকে

অ্যাপ এম এল কেন?

স্ট্যাটিক ডকুমেন্ট বিবৃত করতে এইচটিএমএল বিশেষ উপযোগী। কিন্তু ওয়েব এপ্লিকেশন বিবৃত করার জন্য এটি খুব একটি উপযুক্ত নয়। একাজের জন্যই অ্যাপ এম এল এর সৃষ্টি। এটি

  • এইচটিএমএলকে ডাটা এট্রিবিউটের সাহায্যে প্রসারিত করে
  • এইচটিএমএলে কন্ট্রোলার যোগ করে এইচটিএমএল ডাটার আচরণ কন্ট্রোল করে

অ্যাপ এম এল বোঝা খুব সহজ এবং এটি ডেভলাপ করাও বিশেষভাবে সহজ।

অ্যাপ এম এল এর উদাহরণ

নিচের উদাহরণে দেখানো হয়েছে অ্যাপ এম এল কীভাবে এইচটিএমএলে কাজ করে থাকে,


 

<!DOCTYPE html>
<html lang="en-US">
<title>Customers</title>
<link rel="stylesheet" href="style.css">
<script src="http://www.w3schools.com/appml/2.0.3/appml.js"></script>
<body>
<h1>Customers</h1>
<table appml-data="customers.js">
<tr>
   <th>Customer</th>
   <th>City</th>
   <th>Country</th>
</tr>
<tr appml-repeat="records">
   <td>{{CustomerName}}</td>
   <td>{{City}}</td>
   <td>{{Country}}</td>
</tr>
</table>
</body>
</html>

 

নোটঃ AppML, সহজ, দ্রুত, এবং চটপটে ওয়েব এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর জন্য একটি টুল।

সহজ এবং কর্মতৎপর

বর্তমান বাজারে অনেক ফ্রেমওয়ার্ক(টুল ও লাইব্রেরী) আছে, তাদের বেশিরভাগই এইচটিএমএল,সিএসএস ও জাভাস্ক্রিপ্টকে এমনভাবে ব্যবহার করে যা তাদের ব্যবহারকে কঠিন করে ফেলে, বিশেষ করে সমন্বিত ব্যবহারের ক্ষেত্রে। অ্যাপ এম এল এদের থেকে ভিন্ন। অ্যাপ এম এল ব্যবহারে এইচটিএমএল,সিএসএস ও জাভাস্ক্রিপ্ট ব্যবহারের ক্ষেত্রে স্বাধীনতা পাওয়া যায়।

অ্যাপ এম এল সিঙ্গেল পেজ এপ্লিকেশন(এসপিএ) তৈরির পদ্ধতিকে সহজ ও কার্যকর করেছে। এমনকি কেউ যদি আগে ওয়েব ডেভলাপমেন্ট না করে থাকে তার কাছেও অ্যাপ এম এল ব্যবহার অনেক সহজ হবে। কেউ যদি আগে থেকে দক্ষ ওয়েব ডেভলাপার হয়ে থাকেন তবে তিনি দ্রুত অ্যাপ এম এল এর উপযোগিতা সম্পর্কে বুঝতে পারবেন।

 

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%8f%e0%a6%ae-%e0%a6%8f%e0%a6%b2-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2/

Leave a Reply