অ্যাজাক্স পরিচিতি (AJAX Introduction)

শেখ মাহফুজুর রহমান

একটি ওয়েব পেজ পুরোটা রিলোড না করে পেজের একটি অংশকে আপডেট করার প্রক্রিয়াই হলো অ্যাজাক্স।

 

অ্যাজাক্স কি?

AJAX এর মানে হলো Asynchronous JavaScript and XML । অ্যাজাক্স হলো ফাস্ট এবং ডাইনামিক ওয়েব পেজ তৈরির একটি কৌশল। অ্যাজাক্স ওয়েব পেজকে অ্যাসিংক্রোনাসলি (asynchronously) সার্ভারের সাথে সামান্য পরিমাণ ডাটা বিনিময় (--) করেই আপডেট করতে সাহাজ্য করে। এর মানে হলো একটি পেজকে পুরোপুরি লোড না করে পেজের একটি অংশকে আপডেট করা সম্ভব। ক্লাসিক ওয়েব পেজগুলোতে, যেগুলো অ্যাজাক্স ব্যবহার করেনা, কন্টেন্ট পরিবর্তন করার পর পরিবর্তিত পেজকে পেতে চাইলে অবশ্যই তা রিলোড করতে হবে।
অ্যাজাক্স ব্যবহারকারী অ্যাপ্লিকেশনের উদাহরন হলোঃ গুগল ম্যাপ, জিমেইল, ইউটিউব এবং ফেসবুক ট্যাব।

কিভাবে অ্যাজাক্স কাজ করে

১)ব্রাউজারঃ
একটি ইভেন্ট তৈরি হয়...
একটি XMLHttpRequest অবজেক্ট তৈরি করা হয়
HttpRequest পাঠানো হয়

---->> ইন্টারনেট ---->>

২) সার্ভার
HttpRequest কে প্রসেস করে
একটি রেসপন্স তৈরি করে এবং সেই ডাটা ব্রাউজারে প্রেরণ করে

---->> ইন্টারনেট ---->>

৩) ব্রাউজার
ফেরত আসা ডাটাগুলো প্রসেস করে
পেজের কন্টেন্ট আপডেট করে

 

ইন্টারনেট স্ট্যান্ডার্ড নির্ভর অ্যাজাক্স

ইন্টারনেট স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে অ্যাজাক্স কাজ করে এবং নিচের কম্বিনেশনগুলো ব্যবহার করেঃ

  • XMLHttpRequest অবজেক্ট (সার্ভারের সাথে অ্যাসিংক্রোনাসলি ডাটা বিনিময় করার জন্য)
  • জাভাস্ক্রিপ্ট/DOM (তথ্যকে দেখানো/ইন্টারেক্ট করতে)
  • সিএসএস (ডাটাকে স্টাইল করতে)
  • এক্সএমএল (বিনিময়কৃত ডাটা ফরমেট হিএবে ব্যবহৃত হয়)

নোটঃ অ্যাজাক্স অ্যপ্লিকেশনগুলো ব্রাউজার এবং প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকে অর্থাৎ যেকোন প্লাটফর্মে অ্যাজাক্স কার্যকর।

 

গুগল সাজেস্ট

অ্যাজাক্স ২০০৫ সালে Google Suggest অ্যাপ্লিকেশনে ব্যবহার হওয়ার মাধ্যমে গুগলের হাত ধরে জনপ্রিয় হয়েছিল।

Google Suggest ডাইনামিক ওয়েব ইন্টারফেস তৈরি করতে অ্যাজাক্স ব্যবহার করছেঃ যখন আপনি গুগলের সার্চ বক্সে কিছু টাইপ করেন, একটি জাভাস্ক্রিপ্ট অক্ষরগুলোকে সার্ভারে পাঠায় এবং সার্ভার একটি সাজেশন লিস্ট পাঠিয়ে দেয় যা আপনি দেখতে পান।

আজকেই অ্যাজাক্স ব্যবহার শুরু করুন

আমাদের পিএইচপি টিউটরিয়ালে আমরা ব্যাখ্যা করবো কিভাবে অ্যাজাক্স একটি ওয়েব পেজের পুরোটা রিলোড না করে পেজের একটি অংশকে আপডেট করতে পারে। সার্ভার স্ক্রিপ্টটি পিএইচপি'তে লেখা হবে। অ্যাজাক্স সম্পর্কে আরও বেশি জানতে চাইলে আমাদের অ্যাজাক্স টিউটোরিয়ালটি ভিজিট করুন।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-ajax-introduction/