ঢাকা লিট ফেস্ট ২০১৫ Dhaka Lit Fest 2015

প্রযুক্তি ও যান্ত্রিকতায় ভরা নাগরিক জীবনে সাহিত্যের কোমল ছোঁয়া এনে দিতে গত ১৯ থেকে ২১ নভেম্বর তারিখে বাংলা একাডেমী প্রাঙ্গনে হয়ে গেল ‘ঢাকা লিট ফেস্ট ২০১৫’। বিশ্ব সাহিত্যে বাংলার অবস্থান সুপ্রতিষ্ঠিত করা ও সমুজ্জল রাখার উদ্দেশ্য নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। আর এবারের উৎসবের প্রতিপাদ্য ছিল, ‘ সাহিত্য সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্ব আমাদের চিনুক’

 

বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া এই উৎসবে উদ্বোধনী পর্বের শুরুতে ঘাসফড়িঙ কয়ারের শিল্পীরা তাদের নান্দনিক পরিবেশনা দিয়ে বর্ণিল করেন উৎসব অঙ্গন। এরপর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উৎসবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ভারতের নারীবাদী প্রখ্যাত কথাসাহিত্যিক নয়নতারা সেহগাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী হ্যারল্ড ভারমাস। উৎসবে বিভিন্ন কর্মসূচীর মধ্যে কবিতাপাঠ, বইয়ের মোড়ক উন্মোচন, শিশুতোষ গল্প বলা, নাচগানসহ আরও অনেক আয়োজন ছিল। সাহিত্যিক, কবি, শিল্পানুরাগী বিদগ্ধজন, সমালোচকসহ ১৪টি দেশের ২৫০ জন অতিথি এ উৎসবে যোগ দেন। ২০১১ সালে ‘হে ফেস্টিভ্যাল ঢাকা’ নামে প্রথমবারের মত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হয়েছিল যার পরিবর্তিত রূপ আজকের এই ‘ঢাকা লিট ফেস্ট ২০১৫’।

 

উৎসবের মূল উদ্দেশ্য ছিল আমাদের সাহিত্যকে বৈশ্বিক সৃজনশীলতার প্রাঙ্গনে তুলে ধরা। এছাড়াও প্রথমবারের মত বিশ্ববিখ্যাত জার্নাল ওয়াসাফিরিতে বাংলাদেশ সংখ্যার প্রকাশনা উৎসব হয়েছে, যেখানে বাংলাদেশের লেখকদের লেখা স্থান পেয়েছে। এধরনের সাহিত্য উৎসব দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শুভবোধের জাগরণ ঘটাবে ও আমাদের সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছুতে সাহায্য করবে-এমনটাই আশা সংশ্লিষ্ট সকলের।

Permanent link to this article: http://bangla.sitestree.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%ab-dhaka-lit-fest-2015/

Leave a Reply